রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নাইট ডিউটি সেরে ফেরার পথে রাস্তাতেই ASI-র মৃত্যু
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার কালুপুরে রবিবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ বনগাঁর দিক থেকে যাওয়া একটি বাইকে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে ।
বনগাঁ: বনগাঁ কালুপুর বিশ্বাস পাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর । মৃত বাইক আরোহী বনগাঁ জেলায় পুলিশে কর্মরত এএসআই বিশ্বজিৎ চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার কালুপুরে রবিবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ বনগাঁর দিক থেকে যাওয়া একটি বাইকে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে । সেখানেই রাস্তায় লুটিয়ে পরেন বাইক আরোহী।
পরবর্তীতে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে দেখে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন । পুলিশ সূত্রের খবর মৃত বাইক আরোহীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী৷ তিনি পুলিশের এ এস আই । তিনি বনগাঁ পুলিশে কর্মরত ছিলেন । বনগাঁ মহকুমা হাসপাতালে ডিউটি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
অন্যদিকে শনিবার ফের বাস দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ থেকে গুন্টুর যাওয়ার পথে একটি বেসরকারি বাস উল্টে যায়। বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাসটি তার ডান দিকে শুয়ে আছে এবং উদ্ধারকারীরা তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পৌরসভার কাছে আউটার রিং রোড (ORR) এ ঘিরে রেখেছে। বাসটি গিয়ে সোজা গার্ডরেলে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়। কুর্নুলের পুলিশ সুপারিনটেনডেন্ট বিক্রান্ত পাতিল বলেন, “প্রায় ৩টার সময়, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে একটি বাস একটি টু-হুইলারের সাথে ধাক্কা খায়, যা বাসের নিচে আটকে যায়। তারপরে বাসে আগুন ধরে যায়”।
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 1:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নাইট ডিউটি সেরে ফেরার পথে রাস্তাতেই ASI-র মৃত্যু

