চায়ের প্যাকেটের মধ্যে ৪০০ কেজি গাঁজা, পুলিশের চোখে ধুলো দিতে অভিনব কায়দা পাচারকারীদের
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজস্থানে।
#নবগ্রাম: পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের নবগ্রাম থেকে একটি কন্টেনার আটক করে ৪০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অসম থেকে গাজাগুলি আনা হচ্ছিল। যাতে পুলিশের কোনও সন্দেহ না হয় চায়ের প্যাকেটের ভিতর গাজা রাখা ছিল।
গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজস্থানে। তবে গাঁজাগুলি বাইরের কোনও রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের । যে গাড়িতে করে নিয়ে আসে হচ্ছিল গাঁজা তার সামনে আরও একটি গাড়ি ছিল। পুলিশ দেখতে পেয়ে সেই গাড়ি ছেড়ে পালিয়ে যাই আরও দু’জন লোক। গাড়িটি বহরমপুরের বলে পুলিশ জানতে পেরেছে।
advertisement
গাঁজাগুলির বর্তমান বাজার মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, খবর পেয়ে পুলিশ নাকা তল্লাশি করছিল। সেই সময় একটি কন্টেনারকে তল্লাশি করে চায়ের প্যাকেটের ভিতরে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
advertisement
তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তাদের খোঁজে তল্লাশি করা হবে। সকলকে গ্রেফতার করা হবে। লালবাগ মহাকুমার আদালতে অভিযুক্তকে তোলা হবে। ৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2020 11:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চায়ের প্যাকেটের মধ্যে ৪০০ কেজি গাঁজা, পুলিশের চোখে ধুলো দিতে অভিনব কায়দা পাচারকারীদের