Maoist: মোস্ট ওয়ান্টেড মাওবাদী সব্যসাচী গোস্বামী পুলিশের জালে, পুরুলিয়ায় বিরাট ঘটনা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Maoist: পুলিশের জালে ধরা পরল মোস্ট ওয়ান্টেড সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর , ওরফে অজয়।
পুরুলিয়া : মাও দমনে রাজ্য পুলিশের ভূমিকা অপরিসীম। এককালে জঙ্গলমহলে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল পুরুলিয়া। কিন্তু বর্তমানে সেই চিত্রটা অনেকখানি বদল ঘটেছে। মাওবাদী দমনে অতীতে একের পর এক সাফল্য পেয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। এবার আরও একটি বড়সড় সাফল্য জেলা পুলিশের। জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়াড গড়ার পরিকল্পনা ভেস্তে গেল মাওবাদীদের। পুলিশের জালে ধরা পরল মোস্ট ওয়ান্টেড সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর , ওরফে অজয়। বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার সোদপুর রোডে।
জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তার মাথার দাম রেখেছে ১০ লক্ষ টাকা। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডোর তৈরি করার পরিকল্পনার দায়িত্বে ছিলেন এই শীর্ষ নেতা। বর্তমানে ওই শীর্ষ মাওনেতা ইস্ট্যার্ন রিজিওনাল বুরোর সদস্য ছিলেন। জঙ্গলমহল পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা পুলিশের এই কাজকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে রাজ্য পুলিশ। শুক্রবার পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
advertisement
ইতিপূর্বেও এই মাও নেতা গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতেন। ২০২১ সালের পর একাধিকবার পুলিশের হাত থেকে তিনি ফসকে যান।অতঃপর এনআইএ ২০২২ সালের জুন মাসে তার মাথার দাম ধার্য করে। এরপর থেকেই বিভিন্ন রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল সব্যসাচী গোস্বামীকে। অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের জালে ধরা পড়লেন মাওবাদী মোস্ট ওয়ান্টেড এই নেতা।
advertisement
—– শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2024 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maoist: মোস্ট ওয়ান্টেড মাওবাদী সব্যসাচী গোস্বামী পুলিশের জালে, পুরুলিয়ায় বিরাট ঘটনা









