Howrah News: কাজে গিয়ে মাথায় ভেঙে পড়ল আকাশ, চোখের সামনে সব শেষ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আগুনে পুড়ে গোটা কারখানাটি ছাইয়ের স্তুপে পরিণত হয়। কারখানার এই অবস্থা দেখে চোখ ছল ছল করতে থাকে মায়া প্রামণিক, প্রতিমা প্রামাণিকদের মত ৩০-৩৫ জন মহিলা সহ শতাধিক শ্রমিকের
হাওড়া: কাজে গিয়ে সাত সকালে যে ঘটনার সম্মুখীন হলেন মায়া, প্রতিমারা তা স্বপ্নেও কল্পনা করেননি। এ যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মত ঘটনা। অন্যান্য দিনের মতই মঙ্গলবার সকালে কারখানার সামনে হাজির হয়েছিলেন ওঁরা। কিন্তু দেখেন কারখানার সামনে হই হই করছে মানুষজন। কয়েক পা এগিয়ে যেতেই চোখে পড়ে দমকলের গাড়ি। ভাল করে তাকাতে নজরে আসে, কারখানার ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। আবার কোথাও অল্প আগুনও জ্বলছে। দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে বিশাল কারখানার সেড। পাঁচলা ব্লকের ধামিসা সাতগাছিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি টিস্যু কারখানায় এদিন ভোরে আগুন লাগে। আর তা দেখেই কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কার্যত ভেঙে পড়েন।
আগুনে পুড়ে গোটা কারখানাটি ছাইয়ের স্তুপে পরিণত হয়। কারখানার এই অবস্থা দেখে চোখ ছল ছল করতে থাকে মায়া প্রামণিক, প্রতিমা প্রামাণিকদের মত ৩০-৩৫ জন মহিলা সহ শতাধিক শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ পাঁচলার ওই টিস্যু কারখানায় আগুনের শিখা দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকল এসে পৌঁছলেও ততক্ষণে গোটা কারখানায় ছড়িয়ে যায় আগুন।
advertisement
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে এরপর উলুবেড়িয়া, আলমপুর ও হাওড়া থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় কারখানার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারখানাটি আগুনে পুড়ে যাওয়ায় বহু মানুষ কাজ হারিয়েছেন। এদিন সেই পরিবারগুলোর চোখে দেখা যায় জল।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই প্রসঙ্গে ওই কারখানার শ্রমিক মায়া প্রামানিক জানান, প্রায় তিন বছর কাজ করছি। বাড়িতে অসুস্থ স্বামী। এই কারখানায় কাজ করে কোনওরকমে সংসার চলে। আবার কবে কারখানা আবার চলতে শুরু করবে কে জানে। কীভাবে সংসার চলবে জানা নেই। অন্যদিকে প্রতিমা জানান, এখানে কাজ করে কোনও রকমের সংসার চলে। কাজ হারিয়ে ফেললাম, মাথায় চেপে বসল দুশ্চিন্তা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 5:53 PM IST
