Mango Traders: অম্বুবাচীতে আমের দাম আকাশ ছোঁয়া, অল্প কিনে নিয়ম রক্ষা ক্রেতাদের

Last Updated:

Mango Traders: বিধবা মহিলারা এই সময় তিন দিন ধরে ব্রত পালন করেন। অম্বুবাচীর এই সময় আমের ব্যাপক চাহিদা থাকে। ‌কারণ অম্বুবাচী উপলক্ষে আম খাওয়াটা নিয়ম

+
আমের

আমের মূল্যবৃদ্ধি অম্বুবাচীতে

পুরুলিয়া: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার হল অম্বুবাচী পালন। টানা চার দিন চলে অম্বুবাচী। ‌ এই সময় সব দেবী মূর্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মাতৃ আরাধনা বন্ধ থাকে সর্বত্র। মনে করা হয় এই তিথিতে রজঃস্বলা হন দেবীরা। অম্বুবাচীর এই উৎসবে হিন্দু বিধবা মহিলারা বেশ কিছু আচার, নিয়ম পালন করে থাকেন।
বিধবা মহিলারা এই সময় তিন দিন ধরে ব্রত পালন করেন। অম্বুবাচীর এই সময় আমের ব্যাপক চাহিদা থাকে। ‌কারণ অম্বুবাচী উপলক্ষে আম খাওয়াটা নিয়ম। ‌তাই প্রতি বছরই এই সময়টাতে আমের বিক্রি অনেকখানি বেড়ে যায়। তবে এবছর আমের ফলন কম হওয়ায় অম্বুবাচীর সময় চাহিদা বাড়ার প্রভাবে বর্তমানে পুরুলিয়ায় আমের দাম কার্যত আকাশ ছুঁয়েছে। ‌
advertisement
advertisement
আর তাতেই টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। তাই আম কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিক্রি কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। ‌ভাল লাভের পরিবর্তে ক্ষতি সামলাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।
এই বিষয়ে এক ক্রেতা বলেন, আমের দাম অনেকখানি বেড়ে গিয়েছে। তাই যেখানে ২-৩ কেজি আম কেনা হত তার বদলে অল্প পরিমাণ আম কিনে কোন‌ওরকমে নিয়ম রক্ষা করছেন ক্রেতারা। এর ফলে সামগ্রিকভাবে বিক্রি মার খাচ্ছে।
advertisement
সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম অসমের মা কামাক্ষ্যার মন্দির। প্রতিবছর অম্বুবাচীর সময় এখানে বহু ভক্তের সমাগম হয়। তবে শুধু কামাক্ষ্যাই নয়, বাংলার বিভিন্ন মাতৃ মন্দিরগুলিতে এই সময় মাতৃ আরাধনা বন্ধ থাকে। জেলা পুরুলিয়াতেও এই পুজোর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Traders: অম্বুবাচীতে আমের দাম আকাশ ছোঁয়া, অল্প কিনে নিয়ম রক্ষা ক্রেতাদের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement