Manbazar Rajbari Ratha Yatra: সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন, ২৫০ বছরের পুরনো পুরুলিয়ার এই রথ ঘিরে উন্মাদনা তুঙ্গে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Manbazar Rajbari Ratha Yatra: ২৫০-বছরের পুরানো মানবাজার রাজবাড়ি রথযাত্রা , মেতে উঠেছে গোটা মানবাজারবাসী!
পুরুলিয়া : রথ যাত্রার আনন্দে মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। তুলির টানে সেজে উঠেছে মানবাজার রাজবাড়ির রথ। এই রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থীরা। পূণ্য অর্জনের আশায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়িতে টান দেবেন ভক্তরা। প্রায় ২৫০ বছরের প্রাচীন এই রথযাত্রা। এই উৎসবে সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন লক্ষ্য করা যায়। এইদিন সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় সমস্ত আয়োজন। অপরূপ সাজে সাজানো হয় রাধা গোবিন্দজীউকে।
নর-নারায়ণ সেবার প্রস্তুতি ও লক্ষ্য করা যায়। এই দিনের অপেক্ষায় থাকেন গোটা মানবাজারবাসী। মানবাজারের একটি ট্রাস্টের ব্যবস্থাপনায় এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে ওই ট্রাস্টের সম্পাদক মনোজ মুখোপাধ্যায় বলেন , আড়াইশো বছরের পুরানো এই রথযাত্রা।
আরও পড়ুন – Minor Boy Creates Panic: মা -বোনকে ঘরের বাইরে বার করে দিয়ে তাণ্ডব ‘ছোট’ ছেলের, এল পুলিশ -দমকল, তারপর
advertisement
advertisement
প্রতিবছরের মত এ-বছরও কয়েক হাজার মানুষের ভিড় হবে এই উৎসবে। তাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বৈদ্যনাথ রজক বলেন , ছোটবেলা থেকেই তাদের কাছে এই রথযাত্রা বিরাট বড় একটি উৎসব।
সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন। রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরুলিয়ার মানবাজারে। উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে।
advertisement
Sharmistha Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 9:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manbazar Rajbari Ratha Yatra: সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন, ২৫০ বছরের পুরনো পুরুলিয়ার এই রথ ঘিরে উন্মাদনা তুঙ্গে