Manbazar Rajbari Ratha Yatra: সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন, ২৫০ বছরের পুরনো পুরুলিয়ার এই রথ ঘিরে উন্মাদনা তুঙ্গে

Last Updated:

Manbazar Rajbari Ratha Yatra: ২৫০-বছরের পুরানো মানবাজার রাজবাড়ি রথযাত্রা , মেতে উঠেছে গোটা মানবাজারবাসী!

+
মানবাজার

মানবাজার রাজবাড়ি রথযাত্রা

পুরুলিয়া : রথ যাত্রার আনন্দে মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। তুলির টানে সেজে উঠেছে মানবাজার রাজবাড়ির রথ। এই রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থীরা। পূণ্য অর্জনের আশায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়িতে টান দেবেন ভক্তরা। প্রায় ২৫০ বছরের প্রাচীন এই রথযাত্রা। এই উৎসবে সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন লক্ষ্য করা যায়। এইদিন সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় সমস্ত আয়োজন। অপরূপ সাজে সাজানো হয় রাধা গোবিন্দজীউকে।
নর-নারায়ণ সেবার প্রস্তুতি ও লক্ষ্য করা যায়। ‌ এই দিনের অপেক্ষায় থাকেন গোটা মানবাজারবাসী। ‌ মানবাজারের একটি ট্রাস্টের ব্যবস্থাপনায় এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে ওই ট্রাস্টের সম্পাদক মনোজ মুখোপাধ্যায় বলেন , আড়াইশো বছরের পুরানো এই রথযাত্রা।
advertisement
advertisement
প্রতিবছরের মত এ-বছরও কয়েক হাজার মানুষের ভিড় হবে এই উৎসবে। ‌তাদের প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বৈদ্যনাথ রজক বলেন , ছোটবেলা থেকেই তাদের কাছে এই রথযাত্রা বিরাট বড় একটি উৎসব। ‌
সারা বছর তারা এই উৎসবের অপেক্ষায় থাকেন। রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরুলিয়ার মানবাজারে। ‌উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে।
advertisement
Sharmistha Banerjee 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manbazar Rajbari Ratha Yatra: সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন, ২৫০ বছরের পুরনো পুরুলিয়ার এই রথ ঘিরে উন্মাদনা তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement