সাবধান! গ্যাসের ভর্তুকির টাকা দেওয়ার এমন ফোনেই বাড়ছে বিপদ

Last Updated:

জেলা পুলিশের আধিকারিকরা বলছেন, কখনোই কোনও অপরিচিত ব্যক্তিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য দেবেন না।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#পূর্ব বর্ধমান: সাবধান! প্রথমে গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে ফোন আসবে। এরপর আপনার ব্যাঙ্কের যাবতীয় তথ্য চাওয়া হবে। সেই সব তথ্য পেয়ে গেলেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব করে দেওয়ার পরিকল্পনা পেতেছে প্রতারকরা। এমনই তথ্য এসেছে পুলিশের হাতে।
এ ব্যাপারে জেলার বাসিন্দাদের সচেতন করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।গ্যাসের ভর্তুকির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওটিপি জেনে অ্যাকাউন্টের টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ আসছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যেই কালনা এবং মন্তেশ্বর থানা এলাকায় এভাবে কয়েকজন ব্যক্তি সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তাঁদের কেউ কেউ ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। মন্তেশ্বর থানার বুধপুরের বাসিন্দা অমর দের কাছে এরকমই ফোন আসে। ফোনের অন্যপ্রান্ত থেকে বলা হয় আপনার জমে থাকা গ্যাসের ভর্তুকির টাকা একসঙ্গে ঢুকবে। তার জন্য অ্যাকাউন্ট নম্বর লাগবে। অমরবাবু অ্যাকাউন্ট নাম্বার দেন। অপর দিক থেকে বলা হয় আপনার ফোনে একটি ওটিপি গেছে। সেই নম্বরটা জানতে চাওয়া হয়।
advertisement
advertisement
অমরবাবু ওটিপি দিতেই তাঁর অ্যাকাউন্টে থাকা চার হাজার ৮৩৩ টাকা তুলে নেওয়া হয়। একইভাবে কালনা শহরের জাপট পাড়ার বুদ্ধদেব দাসের কাছ থেকেও একই কায়দায় ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এ রকমই অনেকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্যাসের গ্রাহকদের অনেকের অ্যাকাউন্টেই ভর্তুকি টাকা ঢুকছে না। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। তাদের একটাই উদ্দেশ্য অ্যাকাউন্ট নম্বর সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পাওয়া। এরপর তারা অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে নিচ্ছে।
advertisement
জেলা পুলিশের আধিকারিকরা বলছেন, কখনোই কোনও অপরিচিত ব্যক্তিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য দেবেন না। তাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতারকেরা প্রতিদিনই নিত্য নতুন ফন্দি আঁটছে। কখনও ইলেকট্রিক বিল বাকি আছে বলে এসএমএস পাঠাচ্ছে, কখনও আবার গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার ছক করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! গ্যাসের ভর্তুকির টাকা দেওয়ার এমন ফোনেই বাড়ছে বিপদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement