'বিজেপির ললিপপ হবেন না...', নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি মমতার! মনে করালেন বাংলার ইতিহাস

Last Updated:

Mamata On Election Commission: বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনের কাছে বড় আর্জি রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির 'ললিপপ' হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবেন না।"

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
বর্ধমান : বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনের কাছে বড় আর্জি রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ‘ললিপপ’ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবেন না।”
বাংলার ভোটার কার্ড সংশোধন প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে মমতার হুঙ্কার, “বাংলায় নাকি সব বাংলাদেশি থাকে। এখানে নাকি সব বাংলাদেশ হয়ে যাচ্ছে। কোথা থেকে হল?”
advertisement
advertisement
“১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার সময় আপনারা বাংলা, পঞ্জাব ভাগ করেছিলেন। পঞ্জাবেরও একটা দিকে পাকিস্তান আছে, তো কই সেটা তো বল না। আমাদের পাশে বাংলাদেশ আছে। এটা তো তোমরা করেছ। বাংলা ভাষা দ্বিতীয় বৃহত্তম ভাষা। অন্যান্য ভাষাকে আমরা সম্মান করি। তো বাংলা ভাষা বলব না কেন? ওরা বাংলাকে সহ্য করতেই পারে না। বাংলা দেখলে ওরা জ্বলে।”
advertisement
ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে জোরালো সওয়াল করে মমতার চরম আক্রমণ, “বাংলার অবদানের কথা ভুলবেন না। বাংলার ইতিহাস মনে রাখুন। ১৯৭১ সালের ১লা মার্চ পর্যন্ত আপনারাই চুক্তি করেছিলেন যারা আসবে তারা দেশের নাগরিক। অনেক জায়গায় ভাষার এক এক উচ্চারণ। বাংলার কখনও মাথা নত হবে না। বাংলা গাইবে নতুন সুরে। বাংলাকে সন্মান জানিয়ে জয় বাংলা হাজার বার বলব।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বিজেপির ললিপপ হবেন না...', নির্বাচন কমিশনকে চরম হুঁশিয়ারি মমতার! মনে করালেন বাংলার ইতিহাস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement