Mamata Banerjee: 'ওই সরকার অনেক জমি দিয়েছিল, কী হল?' হিন্দমোটরে বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর!

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এখানে আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানেই একটা আইটিআই তৈরি করো।

জমি নিয়ে বিস্ফোরক মমতা
জমি নিয়ে বিস্ফোরক মমতা
#হিন্দমোটর: একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে বুধবার উত্তরপাড়ার হিন্দমোটরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে শিল্প নিয়ে আক্রমণ শানালেন পূর্বতন বাম আমলের বিরুদ্ধে। হিন্দমোটর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, হিন্দুস্থান মোটরকে বামফ্রন্ট সরকার অনেকটা জমি দিয়েছিল। কিন্তু কাজ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের থেকে জমি নিয়ে চেন্নাইতে ইনভেস্ট করেছে। জমি বিভাগ এর সঙ্গে কথা হলে এই জমিটা প্রয়োজনে আমরা আইনত ভাবে নেব।''
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এখানে আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানেই একটা আইটিআই তৈরি করো। সবাইকে যে পিএইচডি হতে হবে, তার তো কোনো মানে নেই। অষ্টম শ্রেণি পাশও কাজে লাগে।''
বিরোধীরা যখন বাংলার বেকারত্ব, দুর্নীতি নিয়ে বারবার আক্রমণ শানাচ্ছে, এদিন তখন মুখ্যমন্ত্রী বলেন, '' সারা দেশে যখন বেকার বাড়ছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪৫ শতাংশ। ১ বছরেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে।''
advertisement
advertisement
এদিন হিন্দমোটরে গিয়েও অবশ্য মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে সেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের প্রসঙ্গ। তবে, একটি বারের জন্যও নির্দিষ্ট ভাবে নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে, এদিন একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই, তেমনই সুর চড়িয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।
advertisement
বাংলা থেকে ২১ কোটি টাকা উদ্ধার, সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, ''আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'ওই সরকার অনেক জমি দিয়েছিল, কী হল?' হিন্দমোটরে বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement