রাজ্য বাজেট করেই তিন দিনের সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

Last Updated:

বুধবারই ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে রওনা দেবেন মেদিনীপুরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চার জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
চার জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার আগেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি শেষ করে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট শেষ হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রওনা দিচ্ছেন জেলা সফরে।
বুধবার দুপুর বেলাতেই হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে রওনা দেবেন মেদিনীপুরের উদ্দেশ্যে। যদিও বুধবার বিকেলে মেদিনীপুরে কোনও কর্মসূচি না থাকলেও সুত্রের খবর জেলার নেতাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করে নিতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি ওই দুই জেলার পড়ুয়াদের হাতে সাইকেল ও তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য, পূর্ত জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মেদিনীপুর কলেজের মাঠ থেকে মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর কলেজ মাঠ থেকে গুরুত্বপূর্ণ কিছু বার্তাও রাখতে পারেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে প্রশাসনিক মহল।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এবারের মেদিনীপুর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে এবারের সফরে শুধু মেদিনীপুর নয়, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বুধবারই মেদিনীপুর কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে করে সরাসরি তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। পুরুলিয়ার হুটমুরা মাঠে ওই দিনই দুপুর নাগাদ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগেও পুরুলিয়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়া জেলার অনুষ্ঠান শেষ করে হেলিকপ্টারে করে ফের বাঁকুড়া জেলায় পৌছানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার।ওই দিন বাঁকুড়ায় থেকে পরের দিন শুক্রবার বাঁকুড়া জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়া জেলাতেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও যাওয়ার কথা রয়েছে তাঁর। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চা শ্রমিক-সহ বিভিন্ন জমির মালিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে এবারের জঙ্গলমহল সফরে ঠাসা কর্মসূচি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক মহল মনে করছে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্য বাজেট করেই তিন দিনের সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement