শীতবস্ত্র নেই কেন, ক্ষুব্ধ মমতা! বক্তব্য থামিয়ে মঞ্চেই বসে রইলেন মুখ্যমন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। শীতবস্ত্র না আসা পর্যন্ত সভাতেই বসে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
#হিঙ্গলগঞ্জ: হিঙ্গলগঞ্জের সভায় অন্তত ২০ মিনিট ভাষণ বন্ধ রেখে মঞ্চে বসে রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার শুরুতেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, 'এখানে শীতবস্ত্র দিতে এসেছিলাম, কিন্তু সেগুলো বিডিও অফিসে কেন।' সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। শীতবস্ত্র না আসা পর্যন্ত সভাতেই বসে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট পরে মঞ্চে এসে পৌঁছায় শীতবস্ত্রগুলি। তখন ফের ভাষণ শুরু করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজ আসব বলে ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। তার মধ্যে ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর, এটা যেন মানুষ ঠিকমতো পান। যদি না পান, আমি নিজেও নজর রাখব।"
এরপরেই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য বলেন, "এগুলো কোথায়? ১৫ হাজার শীতবস্ত্র কোথায়? কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে। আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিকমতো সময়ে না পৌঁছায়, আমার খুব জ্বালা করে।"
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে। সরকার একটা অন্যায় করলে দোষ হয় আমার। অথচ, আমি কিছুই জানি না। আমি কত কষ্ট করে তিন দিন ধরে এখানে আসব বলে আমি কম্বল, চাদর কিনে এনেছি। কিন্তু এসে দেখছি কিছুই নেই।"
advertisement
ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি তো বিডিও অফিসে রাখার জন্য পাঠাইনি। তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি আর মিটিং করে কী করব। আমি তো ওটাই দিতে এসেছিলাম। তোমরা যদি এইটুকু অনুষ্ঠান ঠিকমতো না করতে পার, তাহলে তো প্রয়োজনই নেই। ডিএম, আইসিরা যদি ঠিকমতো কাজ না করেন, দায়িত্ব পালন না করেন। তাহলে আমি ব্যবস্থা নেব।"
advertisement
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, "১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করতে একটু সমস্যা হত ঠিকই, কিন্তু কম হলে আমি সেটা পরে দেখতাম। অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হত। এটা আমি পুজো উপলক্ষ্যে এনেছিলাম। তাই আমি বলব, যতক্ষণ এটা না আসছে, আমিও বসে থাকব।" এর পরে মঞ্চেই বসে থাকেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট পরে শীতবস্ত্র এসে পৌঁছালে বক্তব্য শুরু করেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতবস্ত্র নেই কেন, ক্ষুব্ধ মমতা! বক্তব্য থামিয়ে মঞ্চেই বসে রইলেন মুখ্যমন্ত্রী