Mamata Banerjee: এমন উপহার আশাও করেননি, বীরভূমে মমতার হাতে যা দিলেন নেতাকর্মীরা, অবাক যাত্রীরা
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:INDROJIT RUJ
Last Updated:
Mamata Banerjee: প্রশাসনিক বৈঠকে মালদহ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বোলপুর: মালদহ সফরে যাওয়ার আগে বোলপুর স্টেশনে দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘উচ্ছেদের হুঁশিয়ারির’ বিরুদ্ধে দলকে পথে নামার নির্দেশ দেন তিনি। এমনই জানালেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এদিন, মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গী আধিকারিকদের জন্য চপ-মুড়ি ট্রেনে তুলে দেন মন্ত্রী-নেতারা৷
প্রশাসনিক বৈঠকে মালদহ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাইঘাট এক্সপ্রেসে রওনা দেন তিনি। বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে ট্রেন থামতেই দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
advertisement
সেখানে ছিলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ কোর কমিটির সদস্যরা।
advertisement
ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। প্রায় ৫ মিনিট ট্রেন দাঁড়ায় স্টেশনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে প্রচুর কর্মী-সমর্থকদের ভিড় জমান বোলপুরে স্টেশনে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “সাংগঠনিক কথা বললেন মুখ্যমন্ত্রী৷ আর অমর্ত্য সেনের হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার নির্দেশও দিলেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 12:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: এমন উপহার আশাও করেননি, বীরভূমে মমতার হাতে যা দিলেন নেতাকর্মীরা, অবাক যাত্রীরা