'বিহার থেকে অস্ত্র ঢুকছে...' সতর্ক করলেন মমতা! 'ভোটার লিস্ট' নিয়ে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee On Voter List: বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বলেন "এই লিস্টেই ভোট হবে মাথায় রাখতে হবে। এটা নাগরিক অধিকার। কেউ আমার পক্ষে বা বিপক্ষে হতে পারে। কিন্তু এটা মানুষের অধিকার। মানুষকে ভালোবাসতে হবে।"
#রানাঘাট: "ভোটার লিস্ট ঠিকমতো হচ্ছে কিনা আপনারাও ঠিক মতো নজর দিন। দুয়ারে সরকারের পাশে ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা ও কার্ড সংশোধন করার ব্যবস্থা করা হোক।" বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বলেন "এই লিস্টেই ভোট হবে মাথায় রাখতে হবে। এটা নাগরিক অধিকার। কেউ আমার পক্ষে বা বিপক্ষে হতে পারে। কিন্তু এটা মানুষের অধিকার। মানুষকে ভালোবাসতে হবে।"
মমতা এদিনের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আজ যাকে বিরুদ্ধ ভাবছেন। তার কাজটা করে দিন। গ্রামে যান, খাটে বসুন। সাইকেলে চড়ুন, রিকশায় চড়ুন। নিজের সিকিউরিটি রেখে যান।"
প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "নাকা চেকিং সব জায়গায় বাড়ান। বিহার থেকে অস্ত্র চলে আসছে। উত্তরবঙ্গে অশান্ত করার জন্য অস্ত্র চলে আসছে৷" বাংলা ভাগ প্রসঙ্গ তুলে মমতা বলেন, "আমরা সবাই মিলে একটা পরিবার৷ কাউকে বাদ দিয়ে নয়৷ কত ডিএম, এসপি এল গেল, কত ডিজি এল গেল। আমার কারও সঙ্গে ঝগড়া হয়েছে? তাহলে আপনাদের ঝগড়া হবে কেন?"
advertisement
advertisement
আরও পড়ুন : করোনা না ডেঙ্গি! জ্বর, ঠান্ডা লাগা, শরীরে ব্যথার মতো সাধারণ লক্ষণগুলো আলাদা করবেন কীভাবে?
ভোট আসলেই সিএএ, এনআরসি। রিকোয়েস্ট করব সবাই ভোটার লিস্টে নাম তুলবেন। কমিশনের নিয়ম মেনে নাম তুলবেন। একটা চক্রান্ত চলছে। ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায়। সীমান্ত এলাকায় দেখতে হবে তারাও মানুষ। ডিএম, এসপি, আইসি দেখবেন বিএসএফের অত্যাচার যেন না হয়। অবশ্যই সহযোগিতা করবেন। ফেডারেল স্ট্রাকচার মেনেই সাহায্য করবেন। বিধায়ক সহ জনপ্রতিনিধিদের বলছি, এলাকায় যান। ডিসেম্বরে ওরা কমিউনাল যুদ্ধ লাগাবে। এছাড়া ওদের কোনও রাস্তা নেই। কর্ণাটকে ইতিমধ্যেই ওরা লাগিয়েছে। এগুলো নজর রাখতে হবে। শান্তির পথ আমাদের পথ। শান্তির পথ ধরে রাখতে হবে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বিহার থেকে অস্ত্র ঢুকছে...' সতর্ক করলেন মমতা! 'ভোটার লিস্ট' নিয়ে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর