পোলট্রি থেকে পেঁয়াজ আড়ত, ভারত পাক সংঘাত আবহে কালোবাজারি নিয়ন্ত্রণে কঠোর বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee On Black Marketing:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। মুরগির মাংসের দাম লাগামছাড়া, হাঁসের মাংস বিক্রি হচ্ছে না. মৎস্য দফতরের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রয়োজনের তুলনায় বেশি আলু মজুত থাকলেও বাজারে এখনও হাঁসের মাংসের প্রাপ্যতা ও চাহিদার মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে। মুরগির মাংসের দাম লাগামছাড়া, অথচ হাঁসের মাংস বিক্রি হচ্ছে না—এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্য সরকারের শীর্ষ মহল।
রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রয়োজনের তুলনায় বেশি আলু মজুত থাকলেও বাজারে এখনও হাঁসের মাংসের প্রাপ্যতা ও চাহিদার মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে। মুরগির মাংসের দাম লাগামছাড়া, অথচ হাঁসের মাংস বিক্রি হচ্ছে না—এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্য সরকারের শীর্ষ মহল।
রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রয়োজনের তুলনায় বেশি আলু মজুত থাকলেও বাজারে এখনও হাঁসের মাংসের প্রাপ্যতা ও চাহিদার মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে। মুরগির মাংসের দাম লাগামছাড়া, অথচ হাঁসের মাংস বিক্রি হচ্ছে না—এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্য সরকারের শীর্ষ মহল। গ্রাম বাংলায় হাঁসের মাংসের প্রচলন থাকা সত্ত্বেও বাজারে তার রমরমা না-থাকার জন্য সংশ্লিষ্ট দফতরগুলির দায় আছে বলেই মত তাঁদের।
advertisement
চলতি বছরে ১৩০০টি পিয়াজ গোলা গড়ার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য দফতরের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “যত বেশি মাছ তৈরি হবে, তত দাম কমবে। কিন্তু মৎস্য দফতর ঠিক মতো কাজ করছে না।” মৎস্য দফতরের বেশ কিছু পুকুর থাকা সত্ত্বেও উৎপাদনে ঘাটতির অভিযোগ তুলেছেন শীর্ষ মহল। পলিসি সিদ্ধান্ত আটকে রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এক শীর্ষ কর্তাকে উদ্দেশ করে প্রশ্ন, “আমি ট্রান্সফার অর্ডার দিলে কেন আটকে রাখছেন? সরকার যখন কিছু বলে, তখন সেটা আটকে রাখা যায় না।”
advertisement
বাজার নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে মমতা বলেন, “২৫০টি নতুন সুফল বাংলা দোকান হচ্ছে। দালাল ও হোল্ডিং এজেন্টরা যেন মজুতদারি করতে না পারে, নজরদারি চালাতে হবে। কেউ কালোবাজারি করলে সরকার সব বাজেয়াপ্ত করে নেবে।”
শহরের গুরুত্বপূর্ণ বাজার যেমন লেক মার্কেট, গড়িয়াহাট, কালীঘাট প্রভৃতি জায়গায় হঠাৎ অভিযান চালানোর কথাও বলা হয়েছে। মমতা বলেন, “সারপ্রাইজ ভিসিট করো, টাকা কালেকশনের সুযোগ যেন কেউ না পায়। রেলস্টেশন, বর্ডারে নজর রাখো—আর্মস বা অন্য কোনও জিনিস ঢুকে পড়ছে কি না দেখো।”
advertisement
এছাড়াও সামনে নির্বাচন থাকায় কৃত্রিমভাবে দাম বাড়ানো বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাঁস পোল্ট্রি নিয়ে কোনও অগ্রগতি হয়নি বলেও প্রশ্ন তোলা হয়েছে, এবং মুরগির মাংসের অতিরিক্ত দাম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
সবশেষে, মমতার বার্তা—“দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সবাইকে দায়িত্ব নিতে হবে। প্রয়োজন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রীরা যেন আরও সক্রিয় হন, পুলিশও যেন নজরদারিতে থাকে। দেশটাকে নিজের মনে করে কাজ করতে হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পোলট্রি থেকে পেঁয়াজ আড়ত, ভারত পাক সংঘাত আবহে কালোবাজারি নিয়ন্ত্রণে কঠোর বার্তা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement