CM Mamata Banerjee: রায়নার বিধায়ক কন্যার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী! নবজাতকের কী নাম রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Last Updated:

কয়েক দিন পরেই কন্যার অন্নপ্রাশন। সোমবারই মুখ্যমন্ত্রীকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন রায়নার বিধায়ক। দলের বিধায়কদেরও নিমন্ত্রণ করেন। শম্পা বলেন, 'মেয়ের অন্নপ্রাশনে আসার জন্য দিদিকে বলেছি। উনি মেয়েকে আদর করেছেন, আশীর্বাদও করেছেন। আমি আজ খুব খুশি।'

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
শরদিন্দু ঘোষ, বর্ধমান: রায়নার বিধায়ক কন্যার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় রায়নার বিধায়ক শম্পা ধাড়ার কন্যার নামকরণ করেন মুখ্যমন্ত্রী। নিজে লড়াই করেই উঠে এসেছেন। অসম লড়াইয়ে ক্ষেত্রে বড়া বড়ই তাঁর অনুপ্রেরণা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজের সাড়ে চার মাসের কন্যাও যাতে লড়াকু মানসিকতা নিয়ে বড় হয় সেই লক্ষ্যে চেয়েছিলেন অন্নপ্রাশনের আগে বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁর কন্যার নামকরণ করে আশীর্বাদ করেন। সেই কারণে সোমবার দুপুর নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে সাড়ে চার মাসের কন্যাকে নিয়ে অপেক্ষা করছিলেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া। মুখ্যমন্ত্রী ঘর থেকে বের হতেই কন্যার নামকরণ করার জন্য অনুরোধ করেন শম্পা। অনুরোধ ফেরাননি মুখ্যমন্ত্রীও।
শম্পা ধাড়া জানিয়েছেন, চলতি বছরের ২৩ জানুয়ারি তাঁর কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিন্তু ‘বাংলার মা’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতদিন মেয়ের নাম রাখা হয়নি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকবেন বলে শিশুকন্যাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলায় তিনি নামকরণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর শিশুকন্যার নাম রেখেছেন ‘ঐশী’। তিনি খুবই খুশি। মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়ে বড় হোক, মানুষের মত মানুষ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এটাই তো তাঁদের কাছে একটা বড় পাওয়া। শম্পা ধাড়া জানিয়েছেন, তাঁর খুবই আনন্দ হচ্ছে, গর্বও হচ্ছে। যেটা বলে বোঝানো যাবে না। তিনি জানান, এদিন বিধানসভায় অধিবেশন শেষে দুপুর আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। এরপরই তিনি তাঁর শিশুকন্যার নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই ‘ঐশী’ নামটি পছন্দ করে দেন। যার অর্থ হল ঈশ্বর প্রদত্ত, ঐশ্বরিক বা ঈশ্বরের মতো।
advertisement
কয়েক দিন পরেই কন্যার অন্নপ্রাশন। সোমবারই মুখ্যমন্ত্রীকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন রায়নার বিধায়ক। দলের বিধায়কদেরও নিমন্ত্রণ করেন। শম্পা বলেন, ‘মেয়ের অন্নপ্রাশনে আসার জন্য দিদিকে বলেছি। উনি মেয়েকে আদর করেছেন, আশীর্বাদও করেছেন। আমি আজ খুব খুশি।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: রায়নার বিধায়ক কন্যার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী! নবজাতকের কী নাম রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement