Mamata Banerjee: টার্গেট বীরভূম! দেউচা পাচামি প্রকল্পে চাকরি থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন! দিনভর কর্মসূচি মুখ্যমন্ত্রীর
- Published by:Salmali Das
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: দুদিনের ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূম। আর সেই বীরভূমে এবার লোকসভা ভোটের আগে বড় চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমঃ দুদিনের ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূম। আর সেই বীরভূমে এবার লোকসভা ভোটের আগে বড় চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার সিউড়ি থেকে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অধীনে ক্লাস শুরু হয়েছে ছাত্রছাত্রীদের। সেই বিশ্ববিদ্যালয় গোটা ক্যাম্পাসেরই আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করবেন বলেই সূত্রের খবর। তারপরই আরও জোর কদমে শুরু হবে ক্লাস বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী আসছেন জেলা সফরে! উদ্বোধন হবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়! তোড়জোড় তুঙ্গে
সূত্রের খবর, ৩৮৯ কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ধাঁচে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই গত পাঁচ বছর আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। যাকে লোকসভা ভোটের আগেই বড় চমক বলছেন রাজনৈতিক মহল। পাশাপাশি সুত্রের খবর পানাগর – ইলামবাজার রাস্তার আধুনিকীকরণ তথা চার লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মোট ১৫০ কোটি টাকা খরচ করেছে রাজ্য।
advertisement
পাশাপাশি দেউচা – পাচামি প্রকল্পেও ১০০ জনের বেশি চাকরি দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কনস্টেবল ও গ্রুপ ডি চাকরি দেওয়া হবে বলেই জানা গেছে। এই প্রকল্পের জন্য যাদের জমি নেওয়া হয়েছে পুনর্বাসন হিসেবেও এই চাকরি নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর মোট ৭২৩ কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন আগামীকাল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ৫৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে গোটা বীরভূম জুড়ে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রবিবার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এরই সঙ্গে রাঙ্গাবিতানে দ্বিতীয় টুরিস্ট কমপ্লেক্স-এর ও আনুষ্ঠানিক শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই বীরভূমকে পাখির চোখ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। বীরভূমে ২০১৯-এর লোকসভা নির্বাচনে দুটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এলেও সেই আসন গুলিতে ভোটব্যাঙ্ক বাড়ানো অন্যতম নজর তৃণমূল নেত্রীর। যদিও সম্প্রতি ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ব্যাংক বেড়েছে গোটা বীরভূম জেলায়। তবে, বীরভূম জেলাকে কেন্দ্র করে একাধিক শিল্প গড়ে উঠেছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সিউড়ি থেকে বার্তা রাখতে পারেন। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কার্যত অন্যতম চমক হতে চলেছে। শনিবার রাতেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন রাতে বোলপুর থাকার কথা মুখ্যমন্ত্রীর। রবিবার দুপুরে সিউড়ি গিয়ে সরকারি প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা রয়েছে বোলপুরে রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শনিবার অন্ডাল বিমানবন্দরে নেমে জনসংযোগ করতে করতে বোলপুর যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সফর সূচি প্রস্তুত রয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 3:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: টার্গেট বীরভূম! দেউচা পাচামি প্রকল্পে চাকরি থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন! দিনভর কর্মসূচি মুখ্যমন্ত্রীর