Mamata Banerjee: 'সরকার একটা দোষ করলে গালাগালি খাই আমি', হিঙ্গলগঞ্জের সভায় আক্ষেপ মমতার

Last Updated:

অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর শীতবস্ত্র প্রদানের কথা ছিল৷ কিন্তু সেই সমস্ত শীতবস্ত্র পড়েছিল বিডিও অফিসে৷ যা জানতে পেরে চরম ক্ষুব্ধ হন মমতা৷

হতাশ মুখ্যমন্ত্রী৷
হতাশ মুখ্যমন্ত্রী৷
#হিঙ্গলগঞ্জ: পুলিশ অন্যায় করুক বা সরকারের কোনও ভুল হোক, দায়ে নিতে হয় তাঁকেই! এ দিন উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জে সভা করতে গিয়ে যা নিয়ে ক্ষোভ ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ যদিও বিডিও, ডিএম-এর মতো সরকারি আধিকারিকরা ঠিক মতো কাজ না করলে যে তিনি কড়া ব্যবস্থা নেবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন হিঙ্গলগঞ্জের সামশেরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর শীতবস্ত্র প্রদানের কথা ছিল৷ কিন্তু সেই সমস্ত শীতবস্ত্র পড়েছিল বিডিও অফিসে৷ যা জানতে পেরে চরম ক্ষুব্ধ হন মমতা৷ এর পরেই মঞ্চে উপস্থিত উত্তর চব্বিশ পরগণার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এই ঘটনার পরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'জিনিস দিলে সেটা যদি ঠিক না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করে দোষ পড়ে আমাদের উপরে। সরকার একটা দোষ করলে গালাগালি খাই আমি৷ অথচ আমি জানিই না আমার কোনও দোষই নেই৷'
advertisement
এ কথা বলার পরেই বক্তব্য থামিয়ে মঞ্চের উপরে বসে পড়েন মুখ্যমন্ত্রী৷ এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য শীত বস্ত্র নিয়ে আসেন সরকারি আধিকারিকরা৷ পরে মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষের কাজ নিয়ে কেউ না করলে আমার রাগ হয়৷ আর মানুষ কাজ পেয়ে গেলে আমি খুশি হই৷'
সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের উপরে পুলিশের নির্যাতনের মতো অভিযোগে বার বারই মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে৷ এ দিন মুখ্যমন্ত্রীর কথায় সেই ক্ষোভই যেন ধরা পড়ল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'সরকার একটা দোষ করলে গালাগালি খাই আমি', হিঙ্গলগঞ্জের সভায় আক্ষেপ মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement