নজরে নদিয়া জেলা, সংগঠন চাঙ্গা করতে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে 

Last Updated:

ইতিমধ্যেই সংগঠনে বদল এসেছে রাণাঘাট ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলায়।

নজরে নদিয়া জেলা, সংগঠন চাঙ্গা করতে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে 
নজরে নদিয়া জেলা, সংগঠন চাঙ্গা করতে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে 
আবীর ঘোষাল, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবচেয়ে আলোচিত যে জেলার নাম তা হল নদিয়া। ইতিমধ্যেই এই জেলার শাসক দলের বিধায়ক মাণিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। আর এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দলের একাংশই ৷ এই অবস্থায় প্রতিদিন বিরোধীরা নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায়, এই জেলা সফর থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, সকলের নজর এখন সেদিকেই।
দলীয় কাজের সুবিধার্থে নদিয়া জেলায় বেশ কয়েকটি সাংগঠনিক ভাগ রয়েছে তৃণমূলের। নদিয়া উত্তর তথা কৃষ্ণনগর ও রাণাঘাট সাংগঠনিক জেলাতেও রদবদল করা হয়েছে সম্প্রতি। শুধু কৃষ্ণনগরেরই ৪টি ব্লক-সহ গোটা জেলার ১২ টি ব্লক ও টাউনের সভাপতি, সহ-সভাপতির নাম নতুন করে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি জেলা সংগঠনের অন্য কোনও পদে থাকতে পারবেন না। সেই কারণে নতুন অনেকের উপরই দায়িত্ব বর্তেছে।
advertisement
advertisement
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের শাসকদলের কাছে গ্রামাঞ্চলের মানু্ষের বোঝার সুবর্ণ সুযোগ। বিশেষত সাম্প্রতিক পরিস্থিতিতে, যেখানে দলের হেভিওয়েট নেতারা যেভাবে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ছেন, তাতে ভাবমূর্তি বেশ খানিকটা ক্ষুণ্ণ হচ্ছে, তা বলাই বাহুল্য। আর তা পুনরুদ্ধার করতে জেলা একেবারে তৃণমূল স্তরের সংগঠন থেকে স্বচ্ছতায় জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন শাসক দলের নেতৃত্ব। আর তা মাথায় রেখেই এহেন রদবদল করা হয়েছে নদিয়ার দুই সাংগঠনিক জেলায়। স্বচ্ছতায় সামান্য দাগ পড়লেও জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে পিছিয়ে পড়তে হবে। প্রার্থী হওয়া যাবে না।
advertisement
বারবার দলকে এই বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নজরে রেখেই জেলা সংগঠনগুলিতে আমুল বদল করা হচ্ছে। জেলা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত যেসব পদাধিকারীদের বিরুদ্ধে সামান্যতম অভিযোগও উঠেছে, তাঁরাই বাদ পড়ছেন। নতুন, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতাকেই তুলে আনা হচ্ছে তাঁর জায়গায়। জেলা সংগঠন সাজাতে গিয়েও সেদিকেই বাড়তি নজর দিয়েছে তৃণমূল। জেলার যুব, মহিলা সংগঠনে বেশ কিছু রদবদল এনে প্রকাশ করা হয়েছিল নতুন তালিকা। পরিবর্তন এসেছে দায়িত্বের নিরিখেও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নজরে নদিয়া জেলা, সংগঠন চাঙ্গা করতে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল সেদিকেই তাকিয়ে 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement