Mamata Banerjee: তুললেন না হুমায়ুনের নাম! ‘সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল’, মুর্শিদাবাদের মঞ্চে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা মমতার

Last Updated:

সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম জানিয়েছেন, দলবিরোধী কাজ করার অভিযোগে তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা করে শৃঙ্খলারক্ষা কমিটি এই সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছে৷

News18
News18
বহরমপুর: ‘সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল’, ‘ ৬ ই ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতির দিন হিসাবে পালন করি’৷ মুর্শিদাবাদের বহরমপুরের সভার শুরুতেই সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, তৃণমূলনেত্রীর মুর্শিদাবাদের সভার দিনই সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে
advertisement
এদিন মমতা বলেন, ‘‘সব ধর্মকে সন্মান জানাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। সংবিধান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শিখিয়েছে৷ বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করছে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মমতার সভাস্থলে পৌঁছেই হুমায়ুন কবীর জানতে পারেন তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছেতারপরেই সভাস্থল থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ বিধায়ক৷ পাল্টা দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে জানান, তিনি কালই দল ছাড়বেন৷ তাঁকে ডেকে এনে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক
advertisement
সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম জানিয়েছেন, দলবিরোধী কাজ করার অভিযোগে তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা করে শৃঙ্খলারক্ষা কমিটি এই সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছে
advertisement
দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছিল হুমায়ুনকে৷ এমনকি, আলাদা দল তৈরির হুঁশিয়ারিও দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক৷ কিন্তু, গত বুধবার তাঁর এক মন্তব্য চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করে৷ ৬ ডিসেম্বর NH-34-এর ‘দখল’ নেওয়ার হুঁশিয়ারিও দেন৷ তীব্র অস্বস্তিতে পরে তৃণমূলতারপরেই তৃণমূলের এই সিদ্ধান্ত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: তুললেন না হুমায়ুনের নাম! ‘সব ধর্মকে শ্রদ্ধা করে তৃণমূল’, মুর্শিদাবাদের মঞ্চে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা মমতার
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement