Mamata Banerjee At Bolpur: 'এত ধুলো কেন'? বোলপুরের খোয়াইয়ের 'কর্মতীর্থ হাট' পরিদর্শন করতে এসে বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee At Bolpur: পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে এই হাট। বীরভূমের জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বোলপুর: এর আগে বিধান নগরের এফ ডি ব্লক-এ নোংরা থেকে কেন দুর্গন্ধ ছড়াচ্ছে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বোলপুরে সোনাঝুরি হাট সংলগ্ন খোয়াইয়ের কর্ম তীর্থ হাটে এসে ফের বিরক্তি প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
খোয়াই কর্ম তীর্থ হাটে এদিন হঠাৎ চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের হেলিপ্যাডে নেমে হঠাৎই এই হাট পরিদর্শন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন করার সময় হাটে কেন এত ধুলো? তা নিয়ে জেলা শাসকের উপস্থিতিতেই বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় বিক্রেতাদের থেকে কেমন বিক্রি হচ্ছে সে বিষয়ে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনেক বিক্রেতাই অভিযোগ করেন এই হাটে প্রয়োজনীয় পর্যটকরা আসেন না। এই হাটে কোনও তেমন আকর্ষণীয় কিছু নেই বলেই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীকে।
advertisement
advertisement
তখনই মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন এই হাটে আদিবাসী নাচ থেকে শুরু করে বাউল শিল্পীদের দিয়ে যাতে গান করানো যায় তার ব্যবস্থা করতে হবে। এই হাট থেকে মাত্র দু কিলোমিটার দূরেই সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে অসংখ্য পর্যটকরা আসেন। কিন্তু এই হাটে পর্যটকরা আসেন না বলেও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগ করেন অনেক দোকানি।
advertisement

যদিও মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন সব পদক্ষেপ নেওয়া হবে বলে। মুখ্যমন্ত্রী এদিন হাটে গিয়ে শান্তিনিকেতনের বিভিন্ন স্থানীয় জিনিস দেখেন ও কেনেনও। পাশাপাশি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
advertisement
শুধু তাই নয়, সরকারি প্রকল্পের সব সুবিধা তাঁরা পাচ্ছেন নাকি সেই বিষয়েও জেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য এই কর্ম তীর্থ হাট থেকে বেরিয়ে মমতা সরাসরি চলে যান নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে। প্রায় ৪০ মিনিট অমর্ত্য সেনের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় বীরভূমের স্থানীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং কয়েকজন আশ্রমিকের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee At Bolpur: 'এত ধুলো কেন'? বোলপুরের খোয়াইয়ের 'কর্মতীর্থ হাট' পরিদর্শন করতে এসে বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর