Panchayat Election 2023: মনে আছে তো...? 'চার্টার্ড ফ্লাইট' স্মরণ করিয়ে সুকান্তদের তুমুল কটাক্ষ কুণালের!

Last Updated:

Panchayat Election 2023: অভিনেত্রীর ফ্ল্যাট নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'ইঙ্গিতে কিছু বলা যায় না। তথ্য প্রমাণ থাকলে তার নথি দিন। হাওয়ায় হাওয়ায় গগনে গগনে কথা বলে ইঙ্গিত দেওয়ার কোনও মানে হয় না।'

তুমুল কটাক্ষ কুণালের
তুমুল কটাক্ষ কুণালের
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ বাড়ছে রাজ্য রাজনীতির পারদ। একাধিক ইস্যুতে একদিকে যেমন বিরোধী বিজেপি শিবির তুলোধোনা করতে কোনও কসুর করছে না শাসকদল তৃণমূল কংগ্রেসকে, ঠিক তেমনই পাল্টা জবাব দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে মরিয়া কুণাল ঘোষরা। আজ ফের একচোট একাধিক প্রশ্নে বিরোধী শিবিরকে সপাট জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ।
পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ ও অন্যান্য কর্মসূচি নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে কুণাল ঘোষ বলেন, "প্রতি বছর তো ভোট থাকে। এ বছর কিছু করলে পঞ্চায়েত ভোট, পরের বছর হলে লোকসভা ভোট। তাহলে ভাল কাজ করবে না সরকার? তাই যদি হয়, তাহলে তোমাদের রাজ্যে করে দেখাও না।"
advertisement
advertisement
সুকান্ত মজুমদারের তৃণমূল থেকে অনেক নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের যে মন্তব্য বার বার শোনা যাচ্ছে তার জবাবে এদিন কুণাল ঘোষ বলেন, "মনে আছে তো? বিজেপিতে 'যোগদান মেলা' মনে আছে তো? রোজ মেলা। তারপর সেই যোগদান মেলার তারকারা কই? চার্টার্ড ফ্লাইটে গিয়ে অটোয় ফিরতে হচ্ছে। বিজেপির এসব করে লাভ হবে না। তাসের ঘরের মতো ভাঙবে এবারেও।
advertisement
কুন্তল ঘোষ প্রসঙ্গে সায়নীকে গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, "তথ্য প্রমাণ দিয়ে কিছু সামনে আসার আগে পর্যন্ত কিছু কুৎসা ছড়িয়ে দেওয়া হলে সবটাই দেখা হচ্ছে। যথাযোগ্য সময় জবাব দেবে।" অভিনেত্রীর ফ্ল্যাট নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "ইঙ্গিতে কিছু বলা যায় না। তথ্য প্রমাণ থাকলে তার নথি দিন। হাওয়ায় হাওয়ায় গগনে গগনে কথা বলে ইঙ্গিত দেওয়ার কোনও মানে হয় না। যার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে, আমি নিশ্চিত তিনি নিজেই এ নিয়ে সময়মতো বলবেন।
advertisement
অন্যদিকে মিড্ ডে মিলের টাকা নিয়ে কেন্দ্রীয় দল প্রসঙ্গে কুণাল ঘোষের দাবি "এটি পুরো দস্তুর রাজ্যের স্কিম। কেন্দ্রের কোনও স্কিম এ রাজ্যে ভালভাবে রূপায়িত হচ্ছে, রাজ্য তার জন্য পুরস্কার পায়। তাতেই গাত্রদাহ হয় ওদের। ১০০ দিনের কাজ এক নম্বর পুরস্কার পেয়েছে। যেখানেই রাজ্য পুরস্কার পায় সেটাকেই ক্ষতি করতে নামছে। বিজেপির সব অসাড় কথা। সুস্থভাবে এ রাজ্যে মিড ডে মিল চলছে। অন্য কোনও রাজ্যে এত সুষ্ঠুভাবে এমন চলছে না।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: মনে আছে তো...? 'চার্টার্ড ফ্লাইট' স্মরণ করিয়ে সুকান্তদের তুমুল কটাক্ষ কুণালের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement