দিল্লিতে বজ্র বিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস:
দিল্লি এনসিআরে আবহাওয়া বদলেছে। নয়ডা, গ্রেটার নয়ডা-সহ নয়াদিল্লির অনেক এলাকায় বৃষ্টি দেখা গিয়েছে। নয়ডায় প্রবল বাতাস বইছে। নাজফগড়, দ্বারকা, পালাম, সফদরগঞ্জ, লোধি রোড এবং বসন্ত কুঞ্জ সহ অনেক এলাকায় বৃষ্টির সতর্কতা জারি হওয়ায় লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।