Mamata Bandopadhyay: 'কেন্দ্রের অনুমোদন না মেলায় আটকে ঘাটাল মাস্টার প্ল্যান' মেদিনীপুরে সরব মুখ্যমন্ত্রী

Last Updated:

বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ

মেদিনীপুর: আবার ও চর্চায় ঘাটাল মাস্টার প্ল্যান। বরাবর ভোটের আগে এই ঘাটাল মাস্টারপ্ল্যান চর্চার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর এবারও পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্য-রাজনীতির শিরোনামে চলে এল এই মাস্টারপ্ল্যান প্রসঙ্গ। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন "কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। রাজ্য অনেকটাই এগিয়ে গিয়েছে কিন্তু কেন্দ্র ক্লিয়ারেন্স দিচ্ছে না।"
বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ও উপভোক্তাদের হাতে তুলে দেন। সেই সময় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে বলেন "ঘাটাল মাস্টারপ্ল্যান এর প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এটা হয়ে গেলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ছাড়পত্র দিচ্ছে না। এটি হলে বন্যা রোধ করা যাবে।" এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন "কেলেঘাই কপালেরশ্বরী বাঘাই খাল ৬৫০ কোটি টাকা দিয়ে কাজ হচ্ছে যাতে ১৪ টি ব্লকের ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন। ১১৪ কোটি টাকা দিয়ে মেদিনীপুর খাল সংস্কার করা হয়েছে। এছাড়াও সাড়ে ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণ হচ্ছে।"
advertisement
সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় তরফে ইতিবাচক সংকেত আসে রাজ্যের কাছে। ঘাটাল মাস্টারপ্ল্যান-এর গোটা সার্ভেও ইতিমধ্যেই করা হয়েছে বলেই সূত্রের খবর। কিন্তু তারপরও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ হয়নি এই প্রকল্পের জন্য। প্রসঙ্গত প্রতিবছর শীলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জলের তলায় চলে যায় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। নৌকা করে চলে যাতায়াত। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার  রাজ্য রাজনীতির শিরোনামে  ঘাটাল মাস্টার প্ল্যান।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Bandopadhyay: 'কেন্দ্রের অনুমোদন না মেলায় আটকে ঘাটাল মাস্টার প্ল্যান' মেদিনীপুরে সরব মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement