Makar Sankranti : মকর সংক্রান্তিতে পুজো হয় টুসু দেবীর! জঙ্গলমহলের বড় উৎসব! জানুন

Last Updated:

Makar Sankranti : জঙ্গলমহলের সবচেয়ে বড় উৎসব মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে রাত জেগে আরাধনা করা হয় টুসু দেবীর। বাড়িতে বাড়িতে চলছে টুসু তৈরির কাজ

+
কেন্দডাংরি

কেন্দডাংরি গ্রামে তৈরি হচ্ছে টুডু

ঝাড়গ্রাম : জঙ্গলমহলের সবচেয়ে বড় উৎসব মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন সকাল সকাল পুণ্য স্নানের মধ্য দিয়ে মকর সংক্রান্তি উদযাপন হয় জঙ্গলমহলে। মাংসপিঠে, ডুমো পিঠে , মশলা পিঠে, গুড় পিঠে বিভিন্ন পদের পিঠে তৈরি হয় জঙ্গলমহলের বাড়িতে বাড়িতে। কেবলমাত্র মকর সংক্রান্তির সময় নানা পদের পিঠে খাওয়া নয় তার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে টুসু পুজো।
মকর সংক্রান্তির আগের দিন বাজার ,হাট থেকে টুসু কিনে নিয়ে আসে জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারপর নানা পুজোর সামগ্রী দিয়ে সারা রাত ধরে টুসুর পুজো করা হয়। মহিলারা রাত জেগে করে টুসু গান। তারপরের দিন সকালবেলায় মকর সংক্রান্তির পূর্ণ স্নান করার সময় টুসুকে বিসর্জন দেওয়া হয়। কেবলমাত্র বছরের একটা সময় এই টুসুর চাহিদা থাকে তুঙ্গে।
advertisement
advertisement
বছরের কেবলমাত্র একটা সময় লালগড় ব্লকের কেন্দডাংরি গ্রামের ১০ থেকে ১৫টি পরিবার টুসু তৈরি করে থাকে। এই বছরও টুসুর চাহিদা ভাল রয়েছে। মহাজনদের কাছ থেকে অগ্রিম বুকিং পাওয়ায় দিবারাত্রি এক করে বাড়িতে বাড়িতে চলছে টুসু তৈরির কাজ। কাঠ ও মাটি দিয়ে টুসুকে তৈরি করে প্রথমে শুকনো করা হয়। তারপর রং করে নানা গয়না পরিয়ে সাজ সজ্জায় সাজিয়ে তোলা হয় টুসু মনিকে। মকর সংক্রান্তির আগে থেকেই বিভিন্ন বাজার ও হাটে বিক্রির জন্য কেন্দডাংরি গ্রাম থেকে টুসু রপ্তানি হয়ে যায়।
advertisement
কেন্দডাংরি গ্রামের মধুসূদন দাস বলেন, “বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে আমরা টুসু তৈরি করে আসছি। বছরের কেবলমাত্র একটা সময় টুসুর চাহিদা থাকে। প্রচুর পরিমাণে টুসু বিক্রি হয়। তাই আগে থেকেই টুসু তৈরি করতে হয়। লালগড়, ঝাড়গ্রাম বেলপাহাড়ি সহ বিভিন্ন বাজারে আমাদের টুসু চলে যায়। টুসু বিক্রি করে ভাল একটা অর্থ উপার্জন করাও যায়”। কেন্দডাংরি গ্রামের ১০ থেকে ১৫ টি পরিবার মকর সংক্রান্তির সময় টুসু বিক্রি করে ভাল অর্থ উপার্জন করে থাকে।
advertisement
বুদ্ধদেব বেরা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Makar Sankranti : মকর সংক্রান্তিতে পুজো হয় টুসু দেবীর! জঙ্গলমহলের বড় উৎসব! জানুন
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement