কৃষ্ণনগরের সভায় ‘কড়া দিদিমনি’-এর ভূমিকায় মহুয়া মৈত্র, দিলেন শৃঙ্খলা রক্ষার পাঠ

Last Updated:

তিনি ব্যক্তিগত জীবনেও সর্বদা স্পষ্টভাষী৷ সোজা কথা, সোজা ভাবে বলার জন্য তাঁর খ্যতি৷

#কৃষ্ণনগর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কৃষ্ণনগরের ‘কড়া দিদিমনি’-এর ভূমিকায় দেখা গেল সাংসদ মহুয়া মৈত্রকে৷ বুধবার কৃষ্ণনগরে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ সেই সভার আগেই প্রস্তুতিতে হাতে মাইক নিয়ে মঞ্চ থেকে নির্দেশকের ভূমিকায় অবতীর্ণ হলেন মহুয়া৷ শৃঙ্খলা রক্ষার পাঠ দিলেন সভায় উপস্থিত নেতা থেকে সমর্থক, সকলকেই৷
তিনি ব্যক্তিগত জীবনেও সর্বদা স্পষ্টভাষী৷ সোজা কথা, সোজা ভাবে বলার জন্য তাঁর খ্যতি৷ সংসদেও জোরের সঙ্গে একাধিক কথা কেন্দ্রীয় সরকারের কানে পৌঁছে দেওয়ার দৃঢ়তা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন মহুয়া৷ সেই মহুয়াকেই কৃষ্ণনগরের সভার ব্যবস্থাপনা কঠোর হাতে পরিচালনা করতে দেখা গেল বুধবার৷ এ দিন সকাল থেকেই তিনি ছিলেন মঞ্চের দায়িত্বে৷ আর সেখান তিনি বারবার শৃঙ্খলা রক্ষার বার্তা দিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েইছে, এবার ডেঙ্গির সাথেও'? প্রশ্ন দিলীপের
কখনও তিনি মাইকে ব্লক সভাপতিকে বলে দিচ্ছেন, ‘বরাদ্দ নির্দিষ্ট আসনেই বসুন।’ তাঁর নির্দেশের পরেও যদি কেউ কথা না শোনেন, তখনই আরও বকাঝকা করতে দেখা যাচ্ছে তাঁকে৷ মাঝে মাঝে কড়া ধমক দিতেও দেখা যাচ্ছে তাকে। এ দিন কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা রয়েছে।
advertisement
যে সভায় যোগ দিতে সকাল থেকেই কর্মী-সমর্থকরা আসছেন৷ আসছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারাও। তাদের প্রত্যেকের জন্যেই আসন নির্দিষ্ট করা আছে৷ অনেকে অতি-উৎসাহী হয়ে এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করলেই নজর পড়ছে মহুয়ার৷ তখনই নির্দেশ আসছে মাইক্রোফোনে৷ স্থানীয় নেতারা বলছেন, পরিস্থিতি দারুণ সামলাচ্ছেন মহুয়া মৈত্র৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৃষ্ণনগরের সভায় ‘কড়া দিদিমনি’-এর ভূমিকায় মহুয়া মৈত্র, দিলেন শৃঙ্খলা রক্ষার পাঠ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement