রাজবাড়ির অন্দরে মাছের ‘সেফ হাউস’! বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে দেশি প্রজাতি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় দেশি মাছ সংরক্ষণের জন্য তৈরি হয়েছে অভয়পুকুর। যেখানে বিলুপ্তপ্রায় মাছ নতুনভাবে চাষ করা হয়।
মহিষাদল পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বর্তমান সময়েই পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনে, বিভিন্ন ধরনের দেশী মাছ হারিয়ে যেতে বসেছে। সব মাছ এখন সংরক্ষিত মাছের তালিকায়। লক্ষ্য, হারিয়ে যেতে বসা বা বিলুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা এবং তাদের সংরক্ষণ। কাঁথির জুনপুট এলাকায় গড়ে উঠেছে ‘অভয়পুকুর’ বা ফিশ স্যাংচুয়ারি। রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে অভয়পুকুর বা ফিশ স্যাংচুয়ারি গড়ে উঠেছে।
ফিশ স্যাংচুয়ারির মধ্যে বেড়ে উঠছে নানা ধরনের সংরক্ষিত মাছ। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভয়পুকুর বা ফিশ স্যাংচুয়ারি গড়ে তোলা হচ্ছে। মহিষাদল রাজবাড়ির পুকুরকে অভয়পুকুর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। কিন্তু কী এই অভয়পুকুর বা ফিশ স্যাংচুয়ারি? আমরা সবাই অভয়ারণ্যের নামটা সঙ্গে পরিচিত রয়েছি, বন্যপ্রাণী সংরক্ষণ, তাদের প্রাকৃতিক ও সহজাত জীবনযাত্রা অব্যাহত রাখতে সংরক্ষিত বনাঞ্চলকে অভয়ারণ্য বলা হয়। ঠিক সেই অভয়ারণ্যের আদলেই বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণের জন্য তৈরি হয়েছে অভয়পুকুর।
advertisement
আরও পড়ুন : ‘আদি-নব্য’ বিবাদ অতীত, দিঘায় দুই প্রজন্মের মিলন শিবজায়ার হাত ধরে
অভয় পুকুরে প্রাকৃতিক ভাবেই বেড়ে ওঠে বিলুপ্তপ্রায় দেশী মাছ। দেশি পুঁটি, মৌরলা, দেশী কই, ল্যাটা, শিঙি, ভ্যাদা, ট্যাংরা, পাঁকাল, ন্যাদোস প্রভৃতি মাছ অভয়পুকুরে বেড়ে উঠছে। মহিষাদলে অভয়পুকুরে মোট ৩৩ ধরনের দেশীয় প্রজাতির মাছ ছোট ও পরিণত অবস্থায় এনে জলাশয়ে ছেড়ে বড় করা হচ্ছে। সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে জলাশয়গুলিতে। আপাতত তিন হাজার করে চারা ছাড়া হয়েছে। অথচ আগে এই সমস্ত দেশীয় মাছ যার বেশিরভাগই সুস্বাদু, তা বাজারে পাওয়া যেত।
advertisement
advertisement
আরও পড়ুন : আধুনিকতার দাপটেও অটুট! মাসে মোটা আয়, প্রাচীন বাদ্যযন্ত্র তৈরি করেই বাজিমাত শিল্পীর
এখন অনেক মাছই বিলুপ্ত হওয়ার পথে। দূষণ সহ নানা পারিপার্শ্বিক কারণে হারিয়ে যেতে বসেছে এই সমস্ত মাছ। যা এখন বাজারে খুঁজে পাওয়া দুষ্কর। ফলে এই ধরনের মাছ ফিরিয়ে আনতেই এমন পরিকল্পনা রাজ্য মৎস্য দফতরের। অভয়পুকুর সম্পর্কে, মহিষাদল পঞ্চায়েত সমিতির জল সম্পদ ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কান্তি মণ্ডল বলেন, অভয়পুকুর বা ফিশ স্যাংচুয়ারি হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনতে গড়ে তোলা হয়। যেখানে বিলুপ্তপ্রায় দেশী মাছ নতুনভাবে উপায়ে চাষ করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে বিলুপ্তপ্রায় মাছের সংরক্ষণ ও দেশীয় মাছ বাজারে যোগান বজায় রাখতেই অভয়পুকুর গড়ে তোলা হয়।’ পূর্ব মেদিনীপুরের মহিষাদল ছাড়া জুনপুট, দক্ষিণ ২৪ পরগনার হেনরি আইল্যান্ড, আলিপুরদুয়ারের মাদারিহাট, বাঁকুড়ার ওন্দা, পূর্ব বর্ধমানের যমুনাদিঘি এবং মালদহের বড় সাগরদিঘি এলাকায় অভয়পুকুর তৈরি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজবাড়ির অন্দরে মাছের ‘সেফ হাউস’! বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে দেশি প্রজাতি