পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল! তালা ভাঙা, তছনছ ঘর... মহেশতলায় বাড়িতে এ কী হল?
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল, মহেশতলায় বাড়ি লুটল লুটেরা গ্যাং। এই ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত গ্যাংয়ের সকল সদস্যদের ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে শুধু ওই চুরির কিনারা নয় অন্য থানা এলাকা থেকে চুরি করা সামগ্রীও উদ্ধার হয়।
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল, মহেশতলায় বাড়ি লুটল লুটেরা গ্যাং। এই ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত গ্যাংয়ের সকল সদস্যদের ধরে ফেলে পুলিশ। সেই সঙ্গে শুধু ওই চুরির কিনারা নয় অন্য থানা এলাকা থেকে চুরি করা সামগ্রীও উদ্ধার হয়।
জানা গিয়েছে পুজোর ছুটিতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন মহেশতলা থানার পুঁটিখালির বাসিন্দা শুভশ্রী ঘোষ। বাইরে থেকে গোটা বাড়ি তালাবন্ধ ছিল। এরপর তাঁরা বাড়ি ফিরে দেখতে পান বাড়ির মেন গেট-সহ বাড়ির ভিতরের একাধিক দরজার তালা ভাঙা। আলমারির তালা ভাঙা, চারপাশে ছড়ানো জিনিসপত্র, বাড়ির অর্ধেক জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। তার পর তিনি থানায় দ্বারস্থ হন।
advertisement
advertisement
এরপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে আইসি মহেশতলা, এসডিপিও, এসওজি টিম নিয়ে তদন্ত শুরু হয়। এ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন। ওই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত হাওড়ার জগাছার বাসিন্দা অজয় সিং সহ মোট পাঁচ জনকে ধরা হয়েছে। এই গ্যাং বিভিন্ন জেলায় এ ধরণের অপরাধ করে থাকে।
advertisement
ওই বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র, কিছু রূপোর গয়না উদ্ধার হয়েছে। অন্য থানা এলাকার চুরি করা সামগ্রীও উদ্ধার হয়েছে। এই গ্যাংটি বিভিন্ন জায়গায় এমন কাজ করে বেড়াত। ফলে একটি গ্যাং ধরা পড়ায় সাফল্য মিলেছে।
পুজোর সময় ঘুরতে যাওয়া নিয়ে আগেই সতর্ক করেছিল পুলিশ। পুজোর আগেই জানানো হয়েছিল কোথায় গেলে স্থানীয় থানায় জানিয়ে রাখতে। এছাড়াও সোস্যাল মিডিয়ায় ছবি আপলোড না করার মত বিষয়গুলি দেখতে। এই চোরের গ্যাংয়ের ধরে ফেলায় খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 18, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোয় ঘুরতে যাওয়াই হল কাল! তালা ভাঙা, তছনছ ঘর... মহেশতলায় বাড়িতে এ কী হল?






