আকড়া স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল মহেশতলা, স্টেশন রোড অবরোধে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
- Published by:Tias Banerjee
Last Updated:
মহেশতলার আকড়া হাইস্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্রছাত্রীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় অবরোধ করে, পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
সমীর মণ্ডল, মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মহেশতলার আকড়া হাইস্কুলে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো আকড়া স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের ছাত্রছাত্রীরা। রাস্তায় বেঞ্চ ফেলে অবস্থান বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যানচলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী, ছিলেন মহেশতলা SDPO ও অন্যান্য আধিকারিকরাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার আকড়া হাইস্কুলের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
আজকের বিক্ষোভের আগে, গতকাল স্কুল চত্বরে পোস্টার লাগিয়ে অভিযুক্ত শিক্ষকের দ্রুত শাস্তির দাবি জানিয়েছিলেন এলাকাবাসী ও অভিভাবকরাও। এর আগে একাধিকবার স্কুল চত্বরে বিক্ষোভ হয়েছে। আজ ফের স্টেশন রোডে ছাত্রছাত্রীদের অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
শেষপর্যন্ত, পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। তবে স্থানীয়দের প্রশ্ন—“শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও এখনও কেন প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে না?” স্কুল ও এলাকার বাসিন্দাদের মধ্যে এখন ঘনীভূত হচ্ছে অসন্তোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আকড়া স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল মহেশতলা, স্টেশন রোড অবরোধে ছাত্রছাত্রীদের বিক্ষোভ