খড়গপুর IIT-তে ভর্তি হতে যাওয়ার পথে নিখোঁজ! কোথায় গেলেন ভিনরাজ্যের পড়ুয়া? কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জুনকে ভর্তি করবেন বলে ছেলের সঙ্গে আসছিলেন তাঁর বাবা-মা
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাইঃ মহারাষ্ট্রের জলগাঁও থেকে খড়গপুর আইআইটির উদ্দেশে রওনা দিয়েছিলেন অর্জুন পাটিল ও তাঁর পরিবার। গত ২০ অগাস্ট মুম্বাই-হাওড়া শালিমার এক্সপ্রেস করে তাঁরা রওনা দেন। খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জুনকে ভর্তি করবেন বলে ছেলের সঙ্গে আসছিলেন তাঁর বাবা-মা। কিন্তু খড়গপুর ঢোকার ঠিক দু’ঘণ্টা আগে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী অর্জুন। এমনটাই অভিযোগ তাঁর বাবা রবীন্দ্র কুমার পার্টিল ও মা মমতা পাটিলের।
খড়গপুর পৌঁছে ছেলেকে তন্ন তন্ন করে খুঁজেও কোনও কিনারা করতে পারেননি। সেখানকার একটি বেসরকারি লজে বসে তাঁরা জানান, বাথরুম যাওয়ার নাম করে ছেলে বেরিয়েছিলেন। ১৫-২০ মিনিট ধরে না আসায় ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি শুরু করেন। কিন্তু খোঁজখবর মেলেনি। এরপর খড়গপুর নেমেই চাকুলিয়ায় গিয়ে লিখিত অভিযোগ জানায় অর্জুনের পরিবার।
আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে ‘অল আউট অভিযান’! মশার নামগন্ধ থাকবে না! বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ
ওই ছাত্রের উদ্দেশে শুরু হয় তল্লাশি। এখনও অবধি কোনও কিনারা করতে পারেনি রেল পুলিশ। এদিন কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। চাকুলিয়া এবং খড়গপুর জিআরপিতে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
অর্জুনের মা-বাবা জানান, বাথরুমে যাওয়ার আগে মোবাইল চার্জে বসিয়ে গিয়েছিল ছেলে। মোবাইল বা পয়সা তাঁর কাছে কিছুই নেই। ফলে ছেলেকে খুঁজতে ও যোগাযোগ করতে বেগ পেতে হচ্ছে পরিবারকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 12:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খড়গপুর IIT-তে ভর্তি হতে যাওয়ার পথে নিখোঁজ! কোথায় গেলেন ভিনরাজ্যের পড়ুয়া? কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা