Kali Puja 2023 : যে চক্রব্যূহে আটকে পড়েছিলেন অভিমুন্য,সহজেই ঘুরে আসতে পারবেন এই মণ্ডপে

Last Updated:

মহাভারতের অধ্যায় থেকে সোজা বাস্তবের মাটিতে এসে পড়েছে চক্রব্যূহ। যে চক্রব্যূহে আটকে পড়েছিলেন অভিমুন্য, সেই চক্রব্যূহ ঘুরে দেখে বেরিয়ে আসছেন দর্শকরা।

+
ইয়ং

ইয়ং মেন ক্লাবের কালী পুজোর মণ্ডপ।

আসানসোল, পশ্চিম বর্ধমান : দুর্গাপুজো হোক বা কালীপুজো, সব জায়গাতেই এখন থিমের বহর। নিত্য নতুন আধুনিক নানা বিষয় উঠে আসছে থিমের মধ্যে দিয়ে। পুজোর থিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। কখনও আবার শুধুই দর্শকদের নজর কাড়তে তৈরি হচ্ছে থিম। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ ভূমের বিভিন্ন মন্দির, বড় বড় ইমারত উঠে আসছে থিমে। তবে সেই তালিকায় আসানসোলের কালীপুজোর থিম একেবারেই অন্যরকম।
আসানসোলের রামবাঁধ ইয়ং মেন ক্লাবের কালীপুজো। সেখানে এ বছর কালীপুজোর থিম মহাভারতের চক্রব্যূহ। মহাভারতের অধ্যায় থেকে সোজা বাস্তবের মাটিতে এসে পড়েছে চক্রব্যূহ। যে চক্রব্যূহে আটকে পড়েছিলেন অভিমুন্য, সেই চক্রব্যূহ ঘুরে দেখে বেরিয়ে আসছেন দর্শকরা। চক্রব্যূহকে নিখুঁতভাবে সাজানোর চেষ্টা করেছেন মণ্ডপ শিল্পী। উদ্যোক্তারা দেশের প্রাচীন গ্রন্থ মহাভারতকে আবার সকলের মধ্যে ছড়িয়ে দিতে এমন বিশেষ চিন্তাভাবনা নিয়েছিলেন। যেখানে মণ্ডপের সঙ্গে রয়েছে সামঞ্জস্যপূর্ণ আলোকসজ্জা এবং দেবী প্রতিমা।
advertisement
advertisement
উদ্যোক্তারা বলছেন, এখন থিমের মধ্যে দিয়ে বিভিন্ন রকম বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে। মহাভারতের চক্রব্যূহ সম্পর্কে আমরা বহুবার শুনে এসেছি। কিন্তু তার বাস্তব রূপ আসলে কেমন হতে পারে, সেই সম্পর্কে আমাদের সম্পূর্ণ কোনও ধারণা নেই। তাই মহাভারতে বর্ণিত চক্রব্যূহ মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যে চক্রব্যূহ দেখতে এসে দর্শকরা মুগ্ধ হয়ে পড়ছেন।
advertisement
এই থিমের মধ্যে দিয়ে চক্রব্যূহ সম্পর্কে কিছুটা ধারণা পাচ্ছে ছোট ছোট শিশুরাও। ফলে দর্শকরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই মণ্ডপের। তারা বলছেন এই মণ্ডপ দেখে শুধু আনন্দ নয়, শিক্ষার বিষয়ও রয়েছে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023 : যে চক্রব্যূহে আটকে পড়েছিলেন অভিমুন্য,সহজেই ঘুরে আসতে পারবেন এই মণ্ডপে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement