Maha Shivratri 2025: ভক্তিভরে পুকুরে স্নান! পাশেই জাগ্রত শিবমন্দির! পুজো দিলেই ইচ্ছে পূরণ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Maha Shivratri 2025: শিবরাত্রিতে ঘুরে আসতে পারেন আপনিও। এই শিবমন্দির প্রাচীন এবং জনপ্রিয় শিবমন্দির হিসাবে পরিচিত!
মথুরাপুর: বড়াশির শিবমন্দিরের পাশে তৈরি হয়েছে পার্ক। এই শিবরাত্রিতে ঘুরে আসতে পারেন আপনিও। এই শিবমন্দির প্রাচীন এবং জনপ্রিয় শিবমন্দির হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতে। এবছর শিবরাত্রি উপলক্ষ্যে যে সমস্ত পূণ্যার্থী আসবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না বলে জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। শিবরাত্রি উপলক্ষ্যে সেখানে মেলার আয়োজন করা হয়। এবছর সেজন্য সবরকম প্রস্তুতি সারা হয়েছে।
এই বড়াশির শিবমন্দিরের পাশে রয়েছে পুষ্করিনী। স্থানীয়রা সেই পুকুরে বিশ্বাসের সঙ্গে ভক্তিভরে স্নান করে থাকেন। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া না গেলেও, মনে করা হয় শশাঙ্কের আমলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। পরে ইংরেজ আমলে জঙ্গল হাসিলের সময় সুন্দরবনের প্রাচীন এই মন্দির সর্বসমক্ষে আসে। বর্তমানে মন্দিরের সংস্কার করা হয়েছে। এই মন্দিরে বিরাজ করেন বাবা শিব।
advertisement
advertisement
এবছর মন্দির প্রাঙ্গণে তৈরি হওয়া পার্ক এবং একাধিক দেব-দেবী, মনীষীর মূর্তি নজর কাড়বে আপনার। শিবরাত্রি উপলক্ষ্যে এখানে কয়েক হাজার পূণ্যার্থী আসবেন। জেলার বাইরে থেকেও এখানে পূণ্যার্থীরা আসবেন। সেই লক্ষ্যেই এখন সমস্ত প্রস্তুতি সেরে রেখেছেন মন্দির কর্তৃপক্ষ।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 9:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri 2025: ভক্তিভরে পুকুরে স্নান! পাশেই জাগ্রত শিবমন্দির! পুজো দিলেই ইচ্ছে পূরণ! জানুন