Maha Shivratri 2024: বিখ্যাত ১০৮ শিবমন্দিরে কেমন হল শিবরাত্রির পুজো? দেখুন ভিডিও

Last Updated:

রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন শিব মন্দিরের মধ্যে অন্যতম হল বর্ধমানের ১০৮ শিবমন্দির। এই মন্দিরে শুক্রবার রাতে উপচে পড়ল বহু মানুষের ভিড়

+
১০৮

১০৮ শিব মন্দির 

পূর্ব বর্ধমান: শিবরাত্রি শৈব উপাসক তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ এক আচার অনুষ্ঠান। হিন্দু মতানুসারে এই শিবরাত্রি বা হররাত্রি আয়োজিত হয় প্রতিবছর। অনেকের মতে এটা শিব ও পার্বতীর মিলন উৎসব। পুরাণ অনুযায়ী, ভগবান শিব হলেন প্রলয় বা ধ্বংসের প্রতীক। অপরদিকে প্রেম, সৌন্দর্য ও সৃষ্টির প্রতিভূ হলেন দেবী পার্বতী। হিন্দু মতানুসারে এই তিথিতে একত্রে মিলিত হন শিব ও পার্বতী।
রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন শিব মন্দিরের মধ্যে অন্যতম হল বর্ধমানের ১০৮ শিবমন্দির। এই মন্দিরেই শুক্রবার রাতে উপচে পড়ল বহু মানুষের ভিড়। রাত ১০ টা পেরিয়ে গেলেও শুক্রবার বহু ভক্তকে জল নিয়ে বর্ধমানের ১০৮ মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। মন্দির চত্বরে রীতিমত পা রাখার জায়গা ছিল না বললেই চলে। জল ঢালার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। যত রাত বাড়ছিল যেন ততই বেড়ে চলেছিল ভক্তদের ভিড়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে বর্ধমানের ১০৮ শিব মন্দির। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মানুষের আনাগোনা। শনিবার সকালেও এখানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে বর্ধমানের এই মন্দির নামে ১০৮ হলেও, আদতে রয়েছে ১০৯ টি মন্দির। জপমালার মত ছড়িয়ে আছে ১০৮ টি শিব মন্দির এবং একটি রয়েছে কিছুটা দূরে। বর্ধমান শহরের নবাবহাট এলাকার এই শতাব্দী প্রাচীন মন্দিরে সারা বছরই ভিড় জমান পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন অনন্য এই স্থাপত্য শৈলীর টানে। জানা যায় কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ ভিন রাজ্য থেকেও বহু ভক্ত এই মন্দিরে এসে উপস্থিত হন। এই মন্দিরের প্রধান পুরোহিত দেবীপ্রসাদ মুখার্জী বলেন, আজ থেকে প্রায় ২৩৪ বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারানি বিষ্ণুকুমারী দেবী। ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ১৭৯০ সালে। তবে এই মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন মত রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri 2024: বিখ্যাত ১০৮ শিবমন্দিরে কেমন হল শিবরাত্রির পুজো? দেখুন ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement