Madhyamik Examination 2025: পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদে জামাকাপড় তোলার সময়...টেস্টে তৃতীয় হয়েও মাধ্যমিক দেওয়া হল না ছাত্রীর

Last Updated:

Madhyamik Examination 2025: দুর্ভাগ্যজনক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারও। মাধ্যমিক পরীক্ষার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবনুর। এই দুর্ঘটনা চুরমার করে ভেঙে দিল তার স্বপ্ন

হাসপাতালের বেডে ছাত্রী
হাসপাতালের বেডে ছাত্রী
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: কোনওরকম প্রাইভেট টিউশন ছাড়াই টেস্ট পরীক্ষায় স্কুলের মধ্যে হয়েছিল তৃতীয়। তবে এ বার আর মাধ্যমিকে বসা হল না শাবনুরের। হাবড়া বিধানসভার রাওতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী শাবনুর বিশ্বাসের জীবনে হঠাৎই যেন নেমে এল চরম বিপদ। পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে জামাকাপড় তোলার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে যায় সে।  ঘটনায় গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী শাবনুরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
তবে এই দুর্ঘটনার কারণে এ বার আর মাধ্যমিক পরীক্ষায় বসা হল না তার। হাসপাতালের বেডে শুয়েই আক্ষেপ ছাত্রীর। এই দুর্ভাগ্যজনক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারও। মাধ্যমিক পরীক্ষার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবনুর। এই দুর্ঘটনা চুরমার করে ভেঙে দিল তার স্বপ্ন।
আরও পড়ুন : সন্তানদের অবহেলায় মায়ের দিন চলত ভিক্ষা করে, ভিখারিণীর মৃত্যুর পর তাঁর সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা নিতে ভাঙা বাড়িতে ছুটে এলেন ৪ ছেলেমেয়ে…তার পর যা হল
ছাত্রীর পরিবার এখন চাইছে, দ্রুত সুস্থ হয়ে উঠুক তাদের মেয়ে। বারাসত মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, হাতে পা-সহ তার মাথায়ও লেগেছে চোট। তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, এখনও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়। এখন গ্রামের এই কৃতী ছাত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক, তাই চাইছেন এলাকাবাসীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদে জামাকাপড় তোলার সময়...টেস্টে তৃতীয় হয়েও মাধ্যমিক দেওয়া হল না ছাত্রীর
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement