Madhyamik Examination 2025: পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদে জামাকাপড় তোলার সময়...টেস্টে তৃতীয় হয়েও মাধ্যমিক দেওয়া হল না ছাত্রীর
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Madhyamik Examination 2025: দুর্ভাগ্যজনক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারও। মাধ্যমিক পরীক্ষার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবনুর। এই দুর্ঘটনা চুরমার করে ভেঙে দিল তার স্বপ্ন
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: কোনওরকম প্রাইভেট টিউশন ছাড়াই টেস্ট পরীক্ষায় স্কুলের মধ্যে হয়েছিল তৃতীয়। তবে এ বার আর মাধ্যমিকে বসা হল না শাবনুরের। হাবড়া বিধানসভার রাওতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী শাবনুর বিশ্বাসের জীবনে হঠাৎই যেন নেমে এল চরম বিপদ। পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে জামাকাপড় তোলার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে যায় সে। ঘটনায় গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী শাবনুরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
তবে এই দুর্ঘটনার কারণে এ বার আর মাধ্যমিক পরীক্ষায় বসা হল না তার। হাসপাতালের বেডে শুয়েই আক্ষেপ ছাত্রীর। এই দুর্ভাগ্যজনক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারও। মাধ্যমিক পরীক্ষার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবনুর। এই দুর্ঘটনা চুরমার করে ভেঙে দিল তার স্বপ্ন।
আরও পড়ুন : সন্তানদের অবহেলায় মায়ের দিন চলত ভিক্ষা করে, ভিখারিণীর মৃত্যুর পর তাঁর সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা নিতে ভাঙা বাড়িতে ছুটে এলেন ৪ ছেলেমেয়ে…তার পর যা হল
ছাত্রীর পরিবার এখন চাইছে, দ্রুত সুস্থ হয়ে উঠুক তাদের মেয়ে। বারাসত মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, হাতে পা-সহ তার মাথায়ও লেগেছে চোট। তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, এখনও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়। এখন গ্রামের এই কৃতী ছাত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক, তাই চাইছেন এলাকাবাসীরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদে জামাকাপড় তোলার সময়...টেস্টে তৃতীয় হয়েও মাধ্যমিক দেওয়া হল না ছাত্রীর