M.A Pass Girl Selling Phuchka: এম.এ পাশ করে খুললেন ফুচকার দোকান ! নদিয়ার শিম্পি সাহা এখন চর্চায় !

Last Updated:

M.A Pass Girl Selling Phuchka: লোকে কী বলবে ভাবলেও, এখন শুধু প্রশংসাই পাচ্ছেন এই মেয়ে ! দাপটের সঙ্গে বিক্রি করছেন ফুচকা।

#নদিয়া: প্রায় দু'বছর করোনার দাপটে অর্থনীতির বেহাল দশা। বহু মানুষ হারিয়েছেন নিজের কাজ। এই দুঃসময়ে নতুন করে চাকরি পাওয়া তো দূরে থাক, নিজের চাকরি টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলছে ওয়ার্ক ফ্রম হোম। চাকরি বাঁচাতে অনেক পরিশ্রম করতে হচ্ছে। গোটা করোনা সময়কালে বহু মানুষ কর্ম হারিয়েছেন। কাজ হারিয়ে কী করবেন, দিশা খুঁজে পাননি অনেকেই। তবে ঠিক এই পরিস্থিতিতে একেবারে উল্টো স্রোতে হাঁটলেন কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা (M.A Pass Girl Selling Phuchka)।
শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর। অর্থাৎ এমএ পাশ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে চলছিল কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। কিন্তু এর পরেও নিজের কিছু করার ইচ্ছে তাড়িয়ে বেড়াচ্ছিল এই মেয়েকে।    ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের কিছু করার(M.A Pass Girl Selling Phuchka)।। তাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়লেও, বরাবরই ঝোঁক ছিল ব্যবসার দিকে। আর এই ইচ্ছে থেকেই একেবারে অন্য পথে হাঁটলেন তিনি।
advertisement
এই লিঙ্কে ক্লিক করে দেখুন শিল্পী সাহার ফুচকার দোকানের ভিডিও: এমএ পাস করে ফুচকার ব্যবসা করছেন কৃষ্ণনগরের শিম্পি সাহা
advertisement
গত ডিসেম্বর মাস থেকে তিনি শুরু করেছেন ফুচকার ব্যবসা(M.A Pass Girl Selling Phuchka)।। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকে তিনি তাঁর ছোট্ট দোকান সাজিয়ে শুরু করেছেন তাঁর স্বপ্নের দিকে পথ চলা। তিনি জানান, ব্যবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন হয়ত অনেক রকম নেতিবাচক কথা শুনতে হবে তাঁকে! কিন্তু তার এই অভিনব উদ্যোগে সায় দিয়েছেন সবাই! বিশেষ করে মেয়েরা। তিনি আরও জানান, এরকম ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে ইচ্ছে আছে একটি ক্যাফে খোলার। শিম্পির অভিনব উদ্যোগে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।
advertisement
এখন ফুচকার নাম শুনলেই সকলে ছুটে যাচ্ছে এম এ পাশ(M.A Pass Girl Selling Phuchka)। শিল্পী সা্হার কাছে। পাড়ার মানুষ তো আসছেই। সেই সঙ্গে খবর পেয়ে অন্য পাড়া থেকেও তাঁর ফুচকার দোকানে ভিড় জমাচ্ছেন সকলে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে চায়ের দোকান খোলার কথা তো ইতি মধ্যেই সকলের সামনে এসেছে। এবার ফুচকা বিক্রি করে নজর কাড়লেন এই মেয়ে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
M.A Pass Girl Selling Phuchka: এম.এ পাশ করে খুললেন ফুচকার দোকান ! নদিয়ার শিম্পি সাহা এখন চর্চায় !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement