Lychee Cultivation: রোদে পুড়ে যাচ্ছে নদিয়ার লিচু, অসহায় চাষিরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Lychee Cultivation: এমনিতেই চলতি বছর আবহাওয়ার কারণে আমের ফলন ব্যাপকভাবে কমে গিয়েছে। এবার বাঙালির আরেক প্রিয় ফল লিচুর জন্য দুঃসংবাদ। প্রখর রোদে লিচুর কুড়ি পুড়ে যাচ্ছে
নদিয়া: লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তবে আগের মত ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি না পেরোলেও ভ্যপসা গরম ও প্রখর রোদ রয়েই গিয়েছে। সপ্তাহখানেক আগে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী দেখা গেলেও তা যথেষ্ট ছিল না। এর ফলে লিচু চাষ ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
এমনিতেই চলতি বছর আবহাওয়ার কারণে আমের ফলন ব্যাপকভাবে কমে গিয়েছে। এবার বাঙালির আরেক প্রিয় ফল লিচুর জন্য দুঃসংবাদ। প্রখর রোদে লিচুর কুড়ি পুড়ে যাচ্ছে। সেচ দিয়েও সেই অর্থে লাভ হচ্ছে না। পাকার সময় হয়ে গিয়েছে লিচুর। এখন যদি বৃষ্টিপাত আসেও তাতে কতখানি লাভ হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা। লিচু-আম ইত্যাদি গ্রীষ্মকালীন ফল বরাবরই নদিয়া জেলায় ব্যাপক পরিমাণে উৎপাদিত হয়। তা অন্যত্রও রফতানিও হয়। আমের পাশাপাশি লিচু নদিয়ার শান্তিপুর, কৃষ্ণগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গায় চাষ করা হয়ে থাকে।
advertisement
advertisement
কৃষকেরা প্রতিবছর লিচু বাগান লিজ নিয়ে ফলন করেন। কিন্তু এবার উৎপাদন কমে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। তাঁদের বক্তব্য, ফসলের দেখভাল করার জন্য আগে বেলা বারোটা পর্যন্ত মাঠে বসে থাকতেন। কিন্তু এখন যা রোদের তেজ তাতে দশটা বাজলেই বাড়ি চলে যেতে হচ্ছে। আবার বিকেল পাঁচটার আগে মাঠে পা দেওয়া যাচ্ছে না। সেইভাবে গাছে পরিমাণমতো জলও দেওয়া যাচ্ছে না। আর সেই কারণেই জল ও বৃষ্টিপাতের অভাবে লিচুর কুড়ি অধিকাংশই শুকিয়ে গিয়েছে। এর উপর লিচুতে পোকার আক্রমণ আছে। ফলে এইবার ভাল লিচু যেটুকু পাওয়া যাচ্ছে তা দিয়ে লাভ তো দূরের কথা, চাষের খরচও উঠবে না বলে কৃষকদের আশঙ্কা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 9:41 PM IST