Corn Cultivation: তীব্র রোদে চাষের ক্ষতি হলেও হাসছেন এখানকার কৃষকরা! ভুট্টার গল্প শুনলে আপনিও...
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Corn Cultivation: ভুট্টা দানা যখন ছাড়িয়ে নেওয়া হয় তখন দানাগুলি আদ্র থাকে। সেগুলি পুরোপুরি না শুকোলে খোসা বের হয় না। এই খোসা বের হলে তবেই সেগুলিকে বাজারজাত করে থাকেন চাষিরা
আলিপুরদুয়ার: এবারের অস্বাভাবিক গরমে অন্যান্য ফসল উৎপাদন ও কৃষিকাজে যখন ক্ষতি হচ্ছে ঠিক সেই সময় হাসি ফুটেছে ভুট্টা চাষিদের মুখে। এই গরম তাঁদের কাছে শাপে বর হয়ে দেখা দিয়েছে। কারণ চড়া রোদে সহজেই শুকিয়ে যাচ্ছে ভুট্টা দানা।
আবহাওয়ার খামখেয়ালিপনার প্রকোপ থেকে ভুট্টা চাষ যে বেঁচে গিয়েছে তেমনটা নয়। বরং এই চরম আবহাওয়া আলিপুরদুয়ার জেলায় ভুট্টা চাষে যথেষ্ট ক্ষতি করেছে। কিন্তু উৎপাদিত ভুট্টা দানা এই চড়া রোদে সহজে এবং দ্রুত শুকাতে পারায় দিনের শেষে মুখে হাসি ফিরেছে চাষিদের
আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকে গেলে দেখা যায় মাঠে ত্রিপল বিছিয়ে ভুট্টা দানা শুকিয়ে নিচ্ছেন চাষিরা। সাধারণত ভুট্টা একটি আদ্র ফসল। ভুট্টা দানা যখন ছাড়িয়ে নেওয়া হয় তখন দানাগুলি আদ্র থাকে। সেগুলি পুরোপুরি না শুকোলে খোসা বের হয় না। এই খোসা বের হলে তবেই সেগুলিকে বাজারজাত করে থাকেন চাষিরা। এই শুকনো ভুট্টা দিয়ে তৈরি হয় পপকর্ন।
advertisement
advertisement
এই বিষয়ে চাষি প্রদীপ বর্মন জানান, এই তাপপ্রবাহে কষ্ট হচ্ছে সকলেরই। ভুট্টার ফলনও কম হয়েছে। কিন্তু ভুট্টা দানা শুকানোর জন্য তাপমাত্রার প্রয়োজন ছিল, তা এই কদিনে মিলেছে। ভুট্টা দানা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এই কারণে আমরা খুশি।
advertisement
ভুট্টা দানা শুকানোর জন্য ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। এক সপ্তাহ এই তাপমাত্রাতে ভুট্টা দানা থাকলেই খোসা বেরিয়ে আসে। এই টানা রোদের ফলে সেটা সহজেই সম্ভবপর হয়েছে।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 9:27 PM IST









