North 24 Parganas News: সীমান্ত এলাকার গ্রামীণ হাসপাতালে এবার স্বল্প খরচেই মিলবে অ্যাম্বুলেন্স
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
স্বল্প ভাড়ায় চলাচলের জন্য চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ব্যবহারে অ্যাম্বুলেন্স প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
উত্তর ২৪ পরগনা: বনগাঁ লোকসভার বিস্তীর্ণ এলাকার মানুষের ভরসা এই গ্রামীণ হাসপাতাল। তবে গুরুতর শারীরিক সমস্যা নিয়ে রোগী ভর্তি হলে স্থানান্তরিত করতে হয় অন্যত্র। তবে সে ক্ষেত্রে হাসপাতালে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া এতটাই, যে আর্থিকভাবে সামর্থ না থাকা রোগী পরিজনদের ক্ষেত্রে তা মাথা ব্যথার কারণ হয়ে উঠত এতদিন।
স্বল্প ভাড়ায় চলাচলের জন্য চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ব্যবহারে অ্যাম্বুলেন্স প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর এতেই উপকৃত হবেন বিস্তীর্ণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগী ও তার পরিজনরা বলেই মনে করা হচ্ছে। অনেকটাই বারবাড়ন্ত কমবে বেসরকারি অ্যাম্বুলেন্স গুলির। রোগী পরিবহনের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা মিলবে হাসপাতাল থেকেই।
advertisement
advertisement
পাশাপাশি, আশপাশের বেশ কয়েকটি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন এই গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল হওয়ায়, হাসপাতালে আধুনিকীকরণ ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রধানের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তথা বনগাঁ লোকসভার সাংসদ। তিনি আরও জানান, চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালকে রুরাল ডেভলপমেন্ট হাসপাতাল করার জন্যও রাজ্য সরকারকে চিঠি করবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব মিলিয়ে গ্রামীন এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত হলে উপকৃত হবেন আশপাশের প্রান্তিক এলাকার কয়েক হাজার মানুষ।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্ত এলাকার গ্রামীণ হাসপাতালে এবার স্বল্প খরচেই মিলবে অ্যাম্বুলেন্স