Love Story: 'আমার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে...' বউভাতের সন্ধেয় হঠাৎ হাজির মহিলা! বলে ফেললেন গোপন কথা! ফুলশয্যার আয়োজনে মাটি, চরম হট্টগোল পাঁশকুড়ায়
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Love Story: বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন প্রেমিকা! আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়ায়।
পাঁশকুড়া: বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই আনন্দে মত্ত। বাড়ির ছেলের বিয়ে মিটেছে নির্বিঘ্নে। নতুন বউ ঘরে এসেছে। ঘর জুড়ে খুশির পরিবেশ হঠাৎই বদলে গেল সন্ধ্যের পরেই। বিয়ে বাড়ির সন্ধ্যায় বাড়ির উঠোন জুড়ে যেখানে আনন্দের হই হট্টগোল হওয়ার কথা, সেখানে কেউ এসে বসে গিয়েছে ধর্নায়। ফলে বৌভাতের অনুষ্ঠান ফেলে সবাই ছুটল বাড়ির উঠোনে। উঠোনে ধর্নায় বসেছেন এক যুবতী। যুবতীর দাবি, ওই বাড়ির যে ছেলের বিয়ে হয়েছে, সে তার প্রেমিক। তাকে কথা দিয়ে বিয়ে করেনি। অন্য মেয়েকে বিয়ে করেছে। ফলে বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন প্রেমিকা! আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়ায়।
জানা গিয়েছে, ২০২১ সালে পাঁশকুড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত সামাটের এক যুবতীর সঙ্গে বিয়ের পাকাদেখা হয়। এমনকি বিয়ের কথাবার্তাও ঠিক হয়ে যায়। কিন্তু তারপরই বাদ সাধে ওই পাত্রীর বয়স। কারণ সেই সময় ১৮ বছর বয়স হয়নি মেয়েটির। সেই সময় মেয়েটি নাবালিকা থাকায়, দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালিকা হবে, তখন দুই পরিবার দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেবে। সেই দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর সঙ্গে পাঁশকুড়ার পিতপুরের বাসিন্দা সঞ্জয়ের। প্রেমের সম্পর্কে গাঢ় হতে থাকে দুজনের মধ্যে। এমনকি শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ তরুণীর।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২৬-এ কত আসন পাবে বিজেপি? এ কী বলে দিলেন দিলীপ ঘোষ! কত আসন জানেন? ‘ফর্মে’ ফিরেই ব্যাট চালালেন দিলীপ
এ বিষয়ে ওই তরুণীর অভিযোগ, ‘সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে, আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই, তখন সঞ্জয়কে বারবার বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে যায়, আর তারপরই দাসপুর থানা ও পরে কোর্টের দ্বারস্থ হই।’ অন্যদিকে পাত্রের বাড়ি থেকে জানা যায়, মামলা থেকে জামিন নিয়ে নেয় পাত্র সঞ্জয়। তারপর নতুন করে আবার বিয়ের তোড়জোড় শুরু করে। তবে এক্ষেত্রে বিয়ের পাত্রী আর পূর্বের তরুণী নয়। অন্য একজন।
advertisement
সঞ্জয়ের পূর্বের প্রেমিকা হঠাৎ খবর পায়, তার প্রেমিক অন্য একজনকে বিয়ে করেছে। এই খবর জানার পরেই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে ওই যুবতী। এরপর নিজের অধিকারের দাবিতে পাঁশকুড়ার পিতপুরে সঞ্জয়ের বাড়িতে এসে হাজির হন। বৌভাতের দিন সন্ধ্যায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী।
ধর্নায় বসলে সেখানে সঞ্জয়ের পরিবারের সঙ্গে বচসা থেকে শুরু করে হাতাহাতি হয়ে যায়। খবর যায় পাঁশকুড়া থানায়। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় রাতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতী।
advertisement
—-সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Story: 'আমার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে...' বউভাতের সন্ধেয় হঠাৎ হাজির মহিলা! বলে ফেললেন গোপন কথা! ফুলশয্যার আয়োজনে মাটি, চরম হট্টগোল পাঁশকুড়ায়