Lottery Winner: ৫৭০ টাকার বিনিময়ে ১০ লক্ষের ঝাঁ চকচকে গাড়ি! পুরুলিয়ার রাখাল কীভাবে পেলেন? চাইলে আপনিও জিততে পারবেন? জানুন

Last Updated:

Lottery Winner: মাত্র ৫৭০ টাকার পেট্রোল ভরতে গিয়ে ইন্ডিয়ান অয়েলের লটারিতে জিতে নিলেন ১০ লক্ষ টাকার নতুন চারচাকা গাড়ি।

গাড়িতে পেট্রোল ভরে ১০ লক্ষ টাকার গাড়ি জিতলেন রাখাল
গাড়িতে পেট্রোল ভরে ১০ লক্ষ টাকার গাড়ি জিতলেন রাখাল
পুরুলিয়া, শান্তনু দাস: মাত্র ৫৭০ টাকার পেট্রোল ভরতে গিয়ে জীবনের সবচেয়ে বড় পুরস্কার জিতে নিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা রাখাল বাউরি। ইন্ডিয়ান অয়েলের আয়োজিত এক বিশেষ লটারিতে অংশ নিয়ে তিনি জিতে নিলেন ১০ লক্ষ টাকার ঝকঝকে চারচাকা গাড়ি!
পেশায় একজন সাধারণ পোল্ট্রি দোকান ব্যবসায়ী রাখালবাবু প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এত সামান্য একটি পেট্রোল বিলই তার জীবনে এমন আনন্দের মুহূর্ত এনে দেবে। পুরস্কারের খবর শুনে প্রথমে অবাক হলেও পরে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: বিহারি পোড়া দুধ চায়ের স্বাদ এখন পুরুলিয়ার রঘুনাথপুরে, ওঙ্কার সাউয়ের হাতে স্পেশাল চা খেয়ে যান
রাখাল বাবু জানান, “প্রতিদিনের মতোই নিজের মোটরসাইকেলে পেট্রোল ভরতে রঘুনাথপুর শহরের মণ্ডল পেট্রোল পাম্পে গিয়েছিলেন তিনি। বিলের সঙ্গে তাকে দেওয়া হয় একটি লটারির কুপন।” কিন্তু কে জানত, সেই ছোট্ট কুপনই এনে দেবে তার জীবনের সবচেয়ে বড় চমক! লটারির ফল ঘোষণার দিন জানা যায়, প্রথম পুরস্কার জিতেছেন রাখাল বাউরি। পুরস্কার হিসেবে রয়েছে ১০ লক্ষ টাকার ঝকঝকে নতুন চারচকা গাড়ি।
advertisement
advertisement
আরও পড়ুন: কালীপুজোর আগেই চরম বিপত্তি! বাতিল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের, রাস্তায় বেরনোর আগে জানুন
পেট্রোল পাম্পের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির চাবি রাখালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্ঘ্য মণ্ডল, যিনি রাখালের হাতে গাড়ির চাবি তুলে দেন। ১০ লক্ষ টাকার চারচাকা গাড়ি পেয়ে উচ্ছ্বসিত রাখালবাবু জানান, “ভাবতেই পারিনি, এত বড় পুরস্কার জিতব। ৫৭০ টাকায় এমন সৌভাগ্য আসবে, তা স্বপ্নেও ভাবিনি।” রঘুনাথপুর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সবাই বলছে, ভাগ্য সত্যিই কখন, কীভাবে ঘুরে যায়, তা কেউ জানে না!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Winner: ৫৭০ টাকার বিনিময়ে ১০ লক্ষের ঝাঁ চকচকে গাড়ি! পুরুলিয়ার রাখাল কীভাবে পেলেন? চাইলে আপনিও জিততে পারবেন? জানুন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement