Lottery: পুরস্কারের গল্প শুনিয়ে জাল লটারির টিকিট দোকানদারকে ধরালেন ক্রেতা! বুঝতে না পেরে কড়কড়ে ৫০০০ টাকা জলে গেল বিক্রেতার

Last Updated:

Lottery: গত ১৬ অক্টোবর সকালে প্রায় ১০টা নাগাদ হিজুলি মোড়ে তার দোকানে আসে এক যুবক। যুবকটি জানায়, তার কেনা ১০ সংখ্যার একটি লটারির টিকিটে ৫,০০০ টাকা পুরস্কার লেগেছে।

নকল লটারি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ
নকল লটারি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে অনেকেই ভরসা করেন লটারির! যদিও লটারি খেলার বিষয়ে অনেক সমাজকর্মীরা সচেতন করেন সাধারণ মানুষকে! বহুবার লটারির টিকিট কেটে সর্বস্বান্ত হয়েছেন অনেক মানুষ! তবে এবার টিকিট ক্রেতা নয় লটারির টিকিট বিক্রেতার গেল কড়কড়ে ৫০০০ টাকা! আসলে নকল লটারির টিকিটে প্রতারণা, আর তারই পরিপ্রেক্ষিতে শান্তিপুরে পুলিশের কাছে জমা হয়েছে অভিযোগ।
নদিয়া জেলার শান্তিপুরে নকল লটারির টিকিট দেখিয়ে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ অনুযায়ী, শান্তিপুর থানার গয়েশপুর হাজরতলা এলাকার বাসিন্দা সানি আক্তার শেখ, যিনি পেশায় একজন লটারি বিক্রেতা, তিনি এই প্রতারণার শিকার হন। সানি আক্তার শেখের দাবি, গত ১৬ অক্টোবর সকালে প্রায় ১০টা নাগাদ হিজুলি মোড়ে তার দোকানে আসে এক যুবক। যুবকটি জানায়, তার কেনা ১০ সংখ্যার  একটি লটারির টিকিটে ৫,০০০ টাকা জিতেছেন।
advertisement
advertisement
অভিযুক্ত যুবকের নাম লালটু দাস। তিনি বলেন, ১৫ অক্টোবর সন্ধ্যা ছ’টায় লটারি ফলাফল দেখে পুরস্কারের কথা জানতে পারেন। সানি আক্তার শেখ সহজ-সরল বিশ্বাসে টিকিটের সত্যতা যাচাই না করেই নগদ ৫,০০০ টাকা ওই যুবককে দিয়ে দেন। কিন্তু পরে যখন ওই লটারি বিক্রেতা পুরস্কারপ্রাপ্ত টিকিটটি কোম্পানিতে পাঠান, তখন কোম্পানি থেকে জানান হয় টিকিটটি নকল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাটি জানার পরেই প্রতারিত লটারি বিক্রেতা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লাল্টু দাসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এর আগে যদিও এই ধরনের লটারি নিয়ে প্রতারণা খুব একটা দেখা যায়নি কিন্তু এবার এই প্রতারণার পর সাধারণ লটারি বিক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: পুরস্কারের গল্প শুনিয়ে জাল লটারির টিকিট দোকানদারকে ধরালেন ক্রেতা! বুঝতে না পেরে কড়কড়ে ৫০০০ টাকা জলে গেল বিক্রেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement