হাসপাতালের গেট ভেঙে ঢুকে পড়ল ১০ চাকার লরি, ভয়ঙ্কর দুর্ঘটনা বারাসতে

Last Updated:

দশ চাকার লরিটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এরপরই লরিটি ঢুকে পড়ে বারাসাত হাসপাতালে গেটের দিকে। গেটের মুখে থাকা একটি দোকান ধুলিস্যাৎ হয়ে গিয়েছে এই ঘটনায়।

+
হাসপাতালের

হাসপাতালের সামনে দুর্ঘটনা

উত্তর ২৪ পরগনা: নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ভেঙ্গে বারাসত হাসপাতালের গেটের সামনে ঢুকে পড়ল একটি দশ চাকার লরি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। কেউ আহত না হলেও, ঘটনায় দোকানের সব কিছু তছনছ হয়ে গিয়েছে। আর তার জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
জানা গিয়েছে ওই দশ চাকার লরিটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এরপরই লরিটি ঢুকে পড়ে বারাসাত হাসপাতালে গেটের দিকে। গেটের মুখে থাকা একটি দোকান ধুলিস্যাৎ হয়ে গিয়েছে এই ঘটনায়। দোকানে থাকা ব্যক্তি আশপাশের মানুষের চিৎকার শুনে প্রাণ বাঁচাতে পাঁচিলের এক পাশে চলে যান। এরপরই বারাসত হাসপাতালে গেটে সজোরে ধাক্কা মারে লরিটি। ঘটনায় গেটের নিচের অংশে ফাটল ধরেছে বলেও জানা গিয়েছে।
advertisement
যদিও সেই সময় হাসপাতালের গেটের সামনে দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত না করার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা থাকত। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় বারাসত হাসপাতাল চত্ত্বরে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। পুলিশেরও অনুমান ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
লরিটিকে আটক করেছে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যেই হাসপাতাল সংলগ্ন যশোর রোডের ধারে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, ফলে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন সে ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের জন্য বাড়তি সতর্কতা নেওয়ার আবেদন জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালের গেট ভেঙে ঢুকে পড়ল ১০ চাকার লরি, ভয়ঙ্কর দুর্ঘটনা বারাসতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement