মাঠের মতই প্রেমিক আলভারেজও 'শিল্পী', চিনে নিন আর্জেন্টাইন তারকার সেক্সি বান্ধবীকে

Last Updated:
কাতার বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ৪টি গোল করেছিলে তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
1/6
কাতার বিশ্বকাপে ৪টি গোল করে আর্জেন্টিনার আগামি তারকা হয়ে উঠেছেন জুলিয়ান আলভারেজ। মাঠের মতই প্রেম জীবনেও শিল্পী আলভারেজ।
কাতার বিশ্বকাপে ৪টি গোল করে আর্জেন্টিনার আগামি তারকা হয়ে উঠেছেন জুলিয়ান আলভারেজ। মাঠের মতই প্রেম জীবনেও শিল্পী আলভারেজ।
advertisement
2/6
আর্জেন্টিনার তরুণ তারকা স্ট্রাইকারের প্রেমিকার নাম এমিলিয়া ফেরারো।  স্কুল ও কলেজ জীবনে বন্ধু ছিলেন এমিলিয়া ও আলভারেজ। পরে তাদের মধ্যে প্রেম হয়।
আর্জেন্টিনার তরুণ তারকা স্ট্রাইকারের প্রেমিকার নাম এমিলিয়া ফেরারো। স্কুল ও কলেজ জীবনে বন্ধু ছিলেন এমিলিয়া ও আলভারেজ। পরে তাদের মধ্যে প্রেম হয়।
advertisement
3/6
এমিলিয়া ফেরারো নিজেও একজন অ্যাথলিট। পাশাপাশী শারীর শিক্ষার শিক্ষিকা তিনি। ফিটনেস নিয়ে খুবই সচেতন জুলিয়ান আলভারেজের প্রেমিকা।
এমিলিয়া ফেরারো নিজেও একজন অ্যাথলিট। পাশাপাশী শারীর শিক্ষার শিক্ষিকা তিনি। ফিটনেস নিয়ে খুবই সচেতন জুলিয়ান আলভারেজের প্রেমিকা।
advertisement
4/6
এমিলিয়ার সঙ্গে আলভারেজের সম্পর্কের কথা অনেকেরই অজানা ছিল। সম্প্রতি নিজেদের প্রেমের কথা জানান আলভারেজ। যা জেনে সকলেই অবাক হয়েছিলেন।
এমিলিয়ার সঙ্গে আলভারেজের সম্পর্কের কথা অনেকেরই অজানা ছিল। সম্প্রতি নিজেদের প্রেমের কথা জানান আলভারেজ। যা জেনে সকলেই অবাক হয়েছিলেন।
advertisement
5/6
তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যা বাড়তে শুরু করে এমিলিয়ার। সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে একাধিক ছবি শেয়ার করে থাকেন তিনি।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যা বাড়তে শুরু করে এমিলিয়ার। সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে একাধিক ছবি শেয়ার করে থাকেন তিনি।
advertisement
6/6
বিশ্বকাপের সময়ও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এছাড়া বিভিন্ন সময় আলাদা ডেটিংয়েও দেখা গিয়েছে এই জুটিকে। সম্পর্কের জন্য সকলেই শুভেচ্ছা জানিয়েছে আলভারেজ ও এমিলিয়াকে।
বিশ্বকাপের সময়ও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এছাড়া বিভিন্ন সময় আলাদা ডেটিংয়েও দেখা গিয়েছে এই জুটিকে। সম্পর্কের জন্য সকলেই শুভেচ্ছা জানিয়েছে আলভারেজ ও এমিলিয়াকে।
advertisement
advertisement
advertisement