#পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বরে নতুন একটি শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হল। মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশেষ যাত্রার আয়োজন করা হয়েছিল। এই কলস যাত্রায় অংশগ্রহণ করেছিলেন এক হাজার মহিলা। এক হাজার কলসের জলে প্রাণ পেয়েছে নতুন এই শিব মন্দিরটি। পাশাপাশি করা হয়েছে শিবলিঙ্গের প্রতিষ্ঠাও। পাণ্ডবেশ্বরে মহা ধুমধামের সঙ্গে সম্পন্ন করা হয়েছে শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজো - পাঠ। পাশাপাশি মহাসমারোহে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের শিবলিঙ্গ। মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে হোম যজ্ঞ এবং পূজার্চনা আয়োজন করা হয়েছিল বিশেষভাবে। এই হোম যজ্ঞ এবং পূজার্চনা চলতে থাকবে আগামী দশ দিন ধরে।
এদিন সকালে পঞ্জিকা মতে শুভ সময়ে মন্দির প্রতিষ্ঠার জন্য কলস যাত্রা শুরু হয়। কলস যাত্রার জন্য ১০০০ মহিলা অংশগ্রহণ করেছিলেন। ওই এক হাজার কলসে অজয় নদীর ঘাট থেকে জল ভর্তি করে অংশগ্রহণকারী পুণ্যার্থীরা মন্দিরের দিকে রওনা দেন।
দেখুন কলস যাত্রার ভিডিও: মহাসমারোহে পাণ্ডবেশ্বরে প্রতিষ্ঠা হল নতুন শিব মন্দির
এই কলসযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনি সকল কলসযাত্রীদের সঙ্গে জল নিয়ে আসার সময় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সুদূর বেনারস থেকে পূজারীরা এসে মন্দির প্রতিষ্ঠার পুজো শুরু করেছেন।
আরও পড়ুন: নামাজ, কোলাকুলি, নানা খাবার, আলোর রোশনাই! ইদের আনন্দ মেদিনীপুরে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Lord Shiva temple, Pandobeswar