Kulpi Project: কুলপিতে উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কাজ হবে ১৬ টি স্কিমে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
কুলপিতে শুরু হল উন্নয়নের কর্মযজ্ঞ। কাজ হবে প্রায় ১৬ টি স্কিমে। এই কথা জানিয়েছেন, মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
কুলপি: কুলপিতে শুরু হল উন্নয়নের কর্মযজ্ঞ। কাজ হবে প্রায় ১৬ টি স্কিমে। এই কথা জানিয়েছেন, মথুরাপুরের সাংসদ বাপি হালদার।
সম্প্রতি কি উপায়ে কাজ শুরু করা হবে। এবং সেই কাজ শেষ করা হবে কি পদ্ধতিতে তা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কুলপি বিডিও অফিসে। সেখানে উপস্থিত ছিলেন কুলপির বিডিও সৌরভ গুপ্তা।
সেখানে রাস্তা, নলকূপ, কার্লভাটের মত সাধারণ মানুষের একাধিক সমস্যার কথা উঠে আসে। এরপর সেগুলি সারানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা উঠে আসে।
advertisement
advertisement
এই সভা থেকে আগামী এক বছরের উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। নদী বাঁধ সংস্কার থেকে পানীয় জলের সমস্যা সমস্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে সভায়।
কুলপি স্টেডিয়াম যা কুলপির মানুষের স্বপ্ন ও ঢোলাহাট কলেজের সম্প্রসারিত ভবনের কাজ চলছে। যা আগেই জানিয়েছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। সেই কাজ প্রায় শেষের দিকে।
advertisement
এই সমস্ত পরিকল্পনার ফলে আগামী একবছরের মধ্যে কুলপি ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুফল ফললে কুলপি ব্লকের চেহারার আমূল পরিবর্তন ঘটবে, তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
এই কাজের জন্য সমস্ত উন্নয়নমূলক তহবিলের টাকা খরচ হবে, সেই সঙ্গে বিধায়ক ও সাংসদ উন্নয়ন তহবিলের টাকাও খরচ হবে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kulpi Project: কুলপিতে উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কাজ হবে ১৬ টি স্কিমে