Loksabha Elections 2024: জোর কদমে চলছে চতুর্থ দফার ভোট, বোলপুর লোকসভা কেন্দ্র কত ভোটার জানেন, রইল সব হিসেবনিকেশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Loksabha Elections 2024: 'নজরে বোলপুর' চতুর্থ দফায় লোকসভা নির্বাচনে কত ভোটার,লড়ছে কতজন?
বীরভূম: বোলপুর লোকসভা কেন্দ্রের ২০২৪ সালে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট মার্কসবাদী প্রার্থী শ্যামলী প্রধান। সব মিলিয়ে মোট প্রার্থী ৮ জন। মোট ভোটার ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট বুথ ১৯৭৯, স্পর্শ কাতর এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত নেই। মোট বিধানসভা ৭ টি কেতুগ্রাম, মঙ্গলকোট,আউসগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর।
কেতুগ্রাম ছিল তৃণমূলের দখলে। তৃণমূল পেয়েছিল১০০২২৬, বিজেপি ৮৭ হাজার ৫৩৭ বাম কংগ্রেসের জোট ২০ হাজার ৯২, মঙ্গলকোটে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৭ হাজার ৫৯৬, বিজেপি পেয়েছিল ৮৫২৫৯, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ১৬ হাজার ৭৮৩ আউসগ্রামে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৩৯২, বিজেপি পেয়েছিল ৮৮৫৭৭ বাম কংগ্রেস ২০ হাজার ৩৯৯৷
আরও পড়ুন – Heatwave 2024: তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার, বরফের টুকরো বিকোচ্ছে কয়েক হাজার টাকায়
advertisement
advertisement
বোলপুরে তৃণমূল ১ লক্ষ ১৬ হাজার ৪৪৩, বিজেপি পেয়েছিল ৯৪১৬৩, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ৯৯৬৫, নানুর তৃণমূল ১ লক্ষ ১২ হাজার১১৬, বিজেপি পেয়েছিল ১ লক্ষ ৫ হাজার ৪৪৬, বাম কংগ্রেসের জোট পেয়েছিল ১২৮৭৮, লাভপুরে তৃণমূল পেয়েছিল ১লক্ষ ৮হাজার ৪৩২, বিজেপি পেয়েছিল ৯০৪৪৮, বাম এবং কংগ্রেসের জোট পেয়েছিল ৬৪৭৯, এবং ময়ূরেশ্বরে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ৪২৫,বিজেপি পেয়েছিল ৮৮৩৫০, এবং বাম কংগ্রেসের জোট পেয়েছিল ৫৫৬২৷
advertisement
২০১৯ সালে তৃণমূল প্রার্থী ছিল অসিত কুমার মাল,বিজেপি প্রার্থী ছিল রামপ্রসাদ দাস, সিপিআইএম প্রার্থী ছিল রামচন্দ্র গম্বুজ।২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৫ লক্ষ ৩০ হাজার ৪২৯ জন ভোটদাতা নির্বাচনী অংশগ্রহণ করেছিলেন। যদিও ২০২৪ সালের সমীকরণ বলছে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রার্থী তেমন কেউ নেই। এখন দেখার শেষ হাসি কে হাসে৷
Souvik Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 9:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Loksabha Elections 2024: জোর কদমে চলছে চতুর্থ দফার ভোট, বোলপুর লোকসভা কেন্দ্র কত ভোটার জানেন, রইল সব হিসেবনিকেশ