Heatwave 2024: তুমুল তাপপ্রবাহে জেরবার, কাজ করছে না এসি,কুলার, বরফের টুকরো বিকোচ্ছে কয়েক হাজার টাকায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Massive Heatwave: রাতেও তাপমাত্রা নাকি একাধিক জায়গায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না৷
: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে হিটওয়েভের দাপট চরমে৷ গরমে সাধারণ মানুষের জীবনধারণই দায়৷ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে ঘরে খেলা করছে৷ পরিস্থিতি এমন যে এসি, কুলার, ফ্রিজ কোনও কিছুই কাজ করছে না৷ হাসপাতালে থরেথরে রোগী ভর্তি হয়ে যাচ্ছে৷ ডিহাইড্রেশন, পেট খারাপ নিয়ে বহু রোগী ভর্তি হচ্ছেন মালির হাসপাতালগুলিতে৷
advertisement
advertisement
এমন পরিস্থিতি যে দুধ , পাঁউরুটির মতো খাদ্যসামগ্রীর থেকেই এখন বেশি দামে বিকোচ্ছে বরফ৷ কোথাও কোথাও বরফের টুকরোর দাম ৫০০ ফ্রাঙ্কস পর্যন্ত পৌঁছে গেছে৷ ভারতীয় মুদ্রায় যা ৩,৬৪৪ টাকার মতো৷ এইভাবে বরফের দাম রোজ রোজ বাড়ছে৷ মালিতে দুধ -পাঁউরুটির মতো খাদ্যসামগ্রীর দাম ২০০ ফ্র্যাঙ্কসের মতো৷ অর্থাৎ কতটা বেশি দাম তা সকলেই বুঝতে পারছেন৷
advertisement
advertisement