Lok Sabha Election 2024: 'ভদ্র মানুষ' খলিলুর নাকি আবার 'হাতে' আস্থা রাখবে জঙ্গিপুর? পদ্ম ফোটাতে মরিয়া বিজেপিও

Last Updated:

Lok Sabha Election 2024: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য জনপ্লাবন তৈরি হল জঙ্গিপুরে। তবে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়

+
জঙ্গিপুর

জঙ্গিপুর লোকসভা ও মালদা দক্ষিণে ভোটের প্রচার

মুর্শিদাবাদ: রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। আর এবার উত্তরবঙ্গের পর্ব পেরিয়ে মধ্যবঙ্গে প্রবেশ করছে বাংলার ভোট পর্ব। মঙ্গলবার জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। রবিবার ছিল এই কেন্দ্রগুলির নির্বাচনী প্রচারের শেষদিন। রবিবার সকাল থেকেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা প্রচারে ঝড় তোলেন।
রবিবার সকাল থেকেই খড়গ্রাম বিধানসভা কেন্দ্র এলাকায় নির্বাচনী প্রচার করেন জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারেন। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন লালগোলা বিধানসভা এলাকাতে নির্বাচনী প্রচার করেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে তিনি জোরকদমে প্রচার করেন। বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা একযোগে ময়দানে নামেন।
advertisement
advertisement
এদিকে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় এবার লোকসভা ভোটে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার রোডশো করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে। অন্যদিকে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে সামশেরগঞ্জে রোড শো করে প্রচারে ঝড় তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁকে দেখার জন্য রাস্তার দু’ধারে জনপ্লাবন তৈরি হয়।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'ভদ্র মানুষ' খলিলুর নাকি আবার 'হাতে' আস্থা রাখবে জঙ্গিপুর? পদ্ম ফোটাতে মরিয়া বিজেপিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement