Lok Sabha Election 2024: ভোটের আগে কী চাইছে কলেশ্বরের মানুষ?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Lok Sabha Election 2024: কলেশ্বর মূলত খ্যাতি অর্জন করেছে ভোলানাথ শিব মন্দিরের জন্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেব আদিপুরুষ। সেই ভোলানাথ শিবের মন্দির রয়েছে কলেশ্বর ধামে। বীরভূমের সাঁইথিয়া থেকে প্রায় ১২ মাইল পূর্বদিকে কলেশ্বর গ্রাম
বীরভূম: শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়ে গেল। আগামী ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হবে বীরভূমে। একদিকে বৈশাখ মাসের প্রথম থেকেই তীব্র দাবদাহে পুড়ছে গোটা জেলা। তার মধ্যেই প্রচার চালাতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে। রাজনৈতিক ময়দানে এবং রাজনৈতিক যুদ্ধে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে রাজি নয়।
নির্বাচনের ঠিক আগে আমরা খোঁজ নিলাম ময়ূরেশ্বর বিধানসভার কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছামনা গ্রামের মানুষের। গত পাঁচ বছরে সেই গ্রামে কতটা উন্নয়ন হয়েছে, এলাকাবাসীর বক্তব্য কী এইসবই উঠে এসেছে আমাদের প্রতিবেদনে। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। তাঁদের কাছে কী দাবি রাখছে এই এলাকার মানুষ?
advertisement
advertisement
এই কলেশ্বর মূলত খ্যাতি অর্জন করেছে ভোলানাথ শিব মন্দিরের জন্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেব আদিপুরুষ। সেই ভোলানাথ শিবের মন্দির রয়েছে কলেশ্বর ধামে। বীরভূমের সাঁইথিয়া থেকে প্রায় ১২ মাইল পূর্বদিকে কলেশ্বর গ্রাম। সেখানেই রয়েছে এই কলেশ্বর ধাম বা কলেশ্বর মন্দির। যার অধিষ্ঠাতা দেবতা শিবশংকর। কলেশনাথ নামেও যিনি পরিচিত। বছরভর এই মন্দিরে পুণ্যার্থীদের যাতায়াত লেগেই থাকে। তার প্রধান কারণ এই মন্দির ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত বলে পরিচিত।
advertisement
আর এই এলাকার বাসিন্দারা চান লোকসভা নির্বাচনে যে দলই জয়ী হোক তাঁরা যেন এলাকায় পানীয় জলের ব্যবস্থা করেন। এর পাশাপাশি এই গ্রামে প্রায় পঞ্চাশের বেশি পুকুর রয়েছে। সেই সমস্ত পুকুরের পাশে গার্ডওয়াল তৈরি করে দেওয়া প্রয়োজন। বাচ্চারা ওই পুকুরের পাশের রাস্তা দিয়ে স্কুল যাতায়ত করে। এত পুকুর থাকার ফলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে তাঁদের এই দাবি।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 8:22 PM IST