Lok Sabha Election 2024: নির্বাচন জয়ের অগ্রিম শুভেচ্ছা! কৃষ্ণনগরে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূলের

Last Updated:

যদিও আগামী জুন মাসের ৪ তারিখে ফলাফল ঘোষণা হতে চলেছে, আর সেখানেই নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তার আগে গালভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি।

+
সবুজ

সবুজ মিষ্টি বিতরণ তৃণমূলের পক্ষ থেকে

কৃষ্ণনগর: জয়ের অগ্রিম শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূলের। আগাম জয়ের শুভেচ্ছা জানাতে সাধারন মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূল নেতৃত্বর। যদিও আগামী জুন মাসের ৪ তারিখে ফলাফল ঘোষণা হতে চলেছে, আর সেখানেই নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তার আগে গালভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি। নদীয়ার কৃষ্ণনগরে দেখা গেল এই চিত্র। এ প্রসঙ্গে শান্তিপুর ব্লক ১ এর তৃণমূল সভাপতি সুব্রত সরকার জানান, ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ৪ মাসই মেলে বাজারে! ছোট এই ফল স্বাদে অসাধারণ, গুণেও টইটম্বুর! গরমে চুটিয়ে খান
নদীয়ার দুই কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী মুকুটমনি অধিকারী ও মহুয়া মৈত্রকে মানুষ বিপুলভাবে সমর্থন করেছে, এই দুই প্রার্থীর জয় নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। সেই কারণেই অগ্রিম জয়ের শুভেচ্ছা জানাতে মানুষকে সবুজ অভিনন্দন এর মধ্যে দিয়ে সবুজ মিষ্টি বিতরণ করা হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, গত ১৩ মে নদীয়া জেলার দুটি লোকসভা কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত কিছু উত্তেজনার খবর এলেও সেই অর্থে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। রানাঘাটের দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল ও বিজেপি উভয় দলের জন্যেই ছিল প্রেস্টিজ পাইট।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজবাড়ির রানীমা অমৃতা রায়ের মধ্যে, এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রানাঘাটের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার এবং তৃণমূল এ বছর প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে বিজেপির বিধায়ক ও সদ্য তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীকে। ভোটের ফল ঘোষণার হওয়ার আগেই জয়ের আগাম আত্মবিশ্বাসের কারণেই সবুজ মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছেন সাধারণ মানুষকে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: নির্বাচন জয়ের অগ্রিম শুভেচ্ছা! কৃষ্ণনগরে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূলের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement