Lok Sabha Election 2024: দর্জিকে অর্ডার দিয়ে দলীয় পতাকার আদলে তৈরি জামা পরে ভোট প্রচারে তৃণমূল ভক্ত

Last Updated:

Lok Sabha Election 2024: তাবারদ্দিন পাইক পেশায় গাড়িচালক। এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত। তবে এদিন সবচেয়ে চমকে দিয়েছে তাঁর পরনে থাকা দলীয় পতাকার জামা

+
তাবারুদ্দিন

তাবারুদ্দিন পাইক

দক্ষিণ ২৪ পরগনা: দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সুসঙ্গে আবহাওয়া মোটেও ভাল নয়, ভয়ঙ্কর গরম পড়েছে বিস্তীর্ণ অংশে। তারমধ্যেই চলছে ভোটপ্রচার। এরই মধ্যে মথুরাপুরে দেখা গেল এক অন্য ছবি।সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালীন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেল এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। নাম তাবারুদ্দিন পাইক। গায়ে দলীয় পতাকার জামা।
মথুরাপুরের লালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপী হালদার এদিন কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন। প্রার্থীকে দেখার জন্য ভিড় হয়ে যায় রাস্তায়। সেই সময় যান চলাচল স্বাভাবিক রাখতে এগিয়ে আসেন তৃণমূল অন্তপ্রাণ তাবারদ্দিন পাইক। তিনি পেশায় গাড়িচালক। এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত। তবে এদিন সবচেয়ে চমকে দিয়েছে তাঁর পরনে থাকা দলীয় পতাকার জামা।
advertisement
advertisement
জানা গিয়েছে, স্থানীয় একটি দর্জির দোকানে অর্ডার দিয়ে দলীয় পতাকার আদলে এই জামা তৈরি করেছেন তৃণমূল ভক্ত তাবারুদ্দিন। সেই জামা প্যান্ট পরেই যান মিছিলে। অসুবিধায় পড়লে সামনে গিয়ে নিয়ন্ত্রণ করে যান চলাচল। তাঁর এই ভূমিকায় খুশি স্থানীয়রাও। শুধুমাত্র যানচলাচল নয়, এলাকায় আরও অন্যান্য কাজে অংশ নিয়ে থাকেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: দর্জিকে অর্ডার দিয়ে দলীয় পতাকার আদলে তৈরি জামা পরে ভোট প্রচারে তৃণমূল ভক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement